সোমবার, ০৭ Jul ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
এনসিপি তে বিনা অনুমতিতে নাম দেওয়ায় ব্যবসায়ীর ক্ষোভ প্রকাশ দেশ স্বাধীন করেছে মুক্তিযুদ্ধারা , সন্তানরা এদেশ রক্ষা করবে: ইব্রাহিম হোসেন অভিনেত্রী জ্যাকুলিন দুর্নীতি মামলা থেকে রেহাই পাচ্ছেন না এক কিডনির গ্রাম,কালাই উপজেলার বাইগুনি গ্রাম মাহফুজ বললেন জুলাই আন্দোলনের প্রথম অংশ ‘অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড’ মাহিরা কে বিক্রির পরিকল্পনা ছিলো অপহরণ চক্রের আশুরার শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ : ন্যাপ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান হতে হবে : গোলাম মোস্তফা রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবক খুনের অভিযোগ  বিএনপি নেতার মৃত্যুতে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের শোকবার্তা

নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন রেজি:নং-২৩০২ এর শিমরাইল উপ কমিটির অফিস উদ্বোধন

সম্রাট আকবরঃ 

নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, রেজি: নং-২৩০২ এর অধীনে বৃহত্তর শিমরাইল (চিটাগাং রোড) সড়ক পরিবহন শ্রমিক পরিচালনা উপ-কমিটির কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৯ মে) বেলা ১১ টায় সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোডস্থ সৌদি বাংলার সামনে সংগঠনটির  কার্যালয়ের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, বৃহত্তর শিমরাইল (চিটাগাং রোড) সড়ক পরিবহন শ্রমিক পরিচালনা উপ-কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক সম্রাট আকবর এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: রিয়াজুল ইসলাম রিয়াজ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত  ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি: নং-২৩০২ এর সাধারণ সম্পাদক হাকীম মো: রাজীব।

প্রধান অতিথি তার বক্তব্যে নব গঠিত কমিটিকে বিএনপির আদর্শে  উজ্জীবিত হয়ে শ্রমিকদের কল্যাণে কাজ করার দিকনির্দেশনা দেন।

প্রধান আলোচক বলেন, এই সংগঠনের মাধ্যমে সড়ক পরিবহন শ্রমিকদের কল্যাণে ও তাদের ন্যায্য দাবি আদায়ের  লক্ষ্যে  এই কার্যালয়ে বসে সংগঠনের নেতৃবৃন্দ কার্যক্রম চালিয়ে যাবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মো: শিপন সরকার, মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলম (ইমন), নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি: নং-২৩০২ এর সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, ইফরাদ হোসেন, কোষাধ্যক্ষ এস এম মজিবুর রহমান, সদস্য সোহরাব মিয়া, হুমায়ুন কবির, হাবিবুর রহমান হাবিব ও আতাউর মোল্লা এবং বিসিক ট্রেড রোড পরিচালনা উপ-কমিটি পঞ্চবটি শাখার সভাপতি মুরাদ হাসান বীড় সহ আরো অনেকে।

আলোচনা সভার শেষে মিলাদ ও দোয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু  কামনা করা হয়।

শওকত আলী কে সভাপতি ও সিফাতুর রহমান কে সাধারণ সম্পাদক করে গত ৩রা ফেব্রুয়ারী ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত