রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
আবু কাওছার
রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ইয়াকুব আলী(২৯) নামের এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। গত ২৯নভেম্বর শনিবার রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি দাউদপুর ইউনিয়নের আসলীপাড়া গ্রামে।
পুলিশ জানায়, গত ২৩ নভেম্বর গৃহবধূর নির্জন বাড়িতে ইয়াকুব আলী প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে গৃহবধূর ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে ইয়াকুব আলীকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ইয়াকুব আলীর বিরুদ্ধে ধর্ষণসহ রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।