বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
দল নয়, যোগ্য লোককে নির্বাচিত করতে হবে : ন্যাপ মহাসচিব সিদ্ধিরগঞ্জে আলহাজ্ব প্রিয়ম কাঁচপুরীর জন্মদিন উপলক্ষে দোয়া সিদ্ধিরগঞ্জে সেই অস্ত্রধারী সোহাগ গ্রেফতার পরিবর্তনের জন্য যোগ্য ব্যাক্তিকে নির্বাচিত করতে হবে : ন্যাপ মহাসচিব সিদ্ধিরগঞ্জ হাউজিংয়ে অবৈধ গ্যাস থেকে লক্ষ লক্ষ টাকা লুটপাটের অভিযোগ বাণিজ্য মেলা এলাকা থেকে তিন শিশু উদ্ধার, সমাজসেবা অধিদপ্তরের হেফাজতে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জবাসীর সেবা করতে চান জনতার দলের এমপি প্রার্থী আব্দুল করিম মুন্সী স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যা উদ্বেগজনক : বাংলাদেশ ন্যাপ ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির কে গুলি করে হত্যা গণতন্ত্রের অগ্নি মশাল ছিলেন খালেদা জিয়া : মিতা রহমান

ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন

ভারতের কলকাতায় পালিয়ে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থা সংকটজনক। চারদিন এ্যাপোলো হাসপাতালে ভর্তি থাকার পর পরিবারের সিদ্ধান্তে তাকে ভেন্টিলেশনে থাকা অবস্থাতেই নিউটাউনের বাসায় নিয়ে আসা হচ্ছে বলে আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। তবে তার শারীরিক অবস্থা খুবই সংকটজনক।  

ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরেই অসুস্থ। হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার কিছুদিন পর ভারতে পালিয়ে এসে কলকাতার নিউটাউনের একটি বাসায় থাকছিলেন।  হৃদরোগসহ বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ অসুস্থ  ছিলেন তিনি। মাঝে মধ্যেই তিনি বাইপাসের ধারের এ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। কয়েক মাস আগেও একবার হাসপাতালে দুইদিন ভর্তি ছিলেন। তবে কিছুদিন ধরে নিউ টাউনের বাড়িতেই চিকিৎসা চলছিল। গত শুক্রবার বাড়িতে সংজ্ঞাহীন হয়ে পড়লে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করে চিকিৎসা শুরু হয়। তবে চিকিৎসায় সন্তোষজনক? সাড়া দিচ্ছেন না বলে কাদেরের ঘনিষ্ঠ সূত্রে বলা হয়েছে। এর পর থেকে তাকে   ভেন্টিলেশনে রাখা হয়েছিল। সোমবার হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনি। নতুন করে কোনো চিকিৎসা তিনি নিতে পারছেন না। 

এই অবস্থায় পরিবারের সিদ্ধান্তে তাকে কলকাতার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বাড়িতেই চিকিৎসক ও লাইফ সাপোর্ট মেডিকেল ফ্যাসালিটির মাধ্যমে তাকে রাখা হবে। কাদেরের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ও ভাতিজা। এ ছাড়াও দলের সহকর্মীরা রয়েছেন।
 

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত