মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন
ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আর্জেন্টিনার কিংবদন্তি কোচ মিগেল অ্যাঞ্জেল রুসো। মারা যাওয়ার আগে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। সবশেষ বোকা জুনিয়র্স ক্লাবের কোচের দায়িত্বে ছিলেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রুশোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বোকা জুনিয়র্স জানিয়েছে, ‘ মিগেল রুসো আমাদের ক্লাবে অম্লান ছাপ রেখে গেছেন। তাঁর নিবেদন আমাদের কাছে চিরন্তন অনুপ্রেরণা হয়ে থাকবে। এই শোকের সময়ে আমরা তাঁর পরিবার ও প্রিয়জনদের পাশে আছি। বিদায়, প্রিয় মিগেল!’
ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেছেন রুশো। ১৯৮৩ থেকে ১৯৮৫ পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে ১৭ টি ম্যাচ খেলেন তিনি, করেছিলেন ১ গোল। ক্লাব ক্যারিয়ারে এস্তুডিয়ান্তেসের হয়ে ৪১৮ ম্যাচ খেলে ১১ গোল করেন রুসো।
মূলত কোচিং ক্যারিয়ারের জন্যই আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে স্বরণীয় হয়ে থাকবেন রুশো। আর্জেন্টিনার জনপ্রিয় ক্লাব বোকা জুনিয়র্স, সান লোরেঞ্জো ও রেসিং ক্লাবের দায়িত্বে ছিলেন। আন্তর্জাতিক কোচিংয়ে চিলির উনিভার্সিদাদ দে চিলে, স্পেনের সালামাঙ্কা, মেক্সিকোর মোরেলিয়া, কলম্বিয়ার মিলিওনারিওস, পেরুর আলিয়াঞ্জা লিমা, প্যারাগুয়ের সেরো পোর্তেনো এবং সৌদি আরবের আল নাসর ক্লাবের কোচ ছিলেন।
রুশো তিন দফায় বোকা জুনিয়র্সের কোচ ছিলেন। আর্জেন্টাইন এই ক্লাবকে কোপা লিবার্তাদোরেস শিরোপা জেতানো তাঁর ক্যারিয়ারে অন্যতম সেরা অর্জন। এ ছাড়া ২০০৭ সালে এবং ২০২০ সালে বোকা জুনিয়র্সকে আর্জেন্টিনার ঘরোয়া লিগ শিরোপা জেতান তিনি। ২০১৭ সালে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হবার পর জুনে তৃতীয়বারের মতো বোকা জুনিয়র্সে ফেরেন রুশোর। ক্লাব বিশ্বকাপে দলটির দায়িত্বে ছিলেন তিনি।
এরপর শারীরিক অবস্থার অবনতি ঘটে রুশোর। অসুস্থতাঁর জন্য নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। অসুস্থতা নিয়েই এই কিংবদন্তি বোকা জুনিয়র্সের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ক্লাবটির সহকারী ও কোচিং স্টাফদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন তিনি।