dainik rswadesh
- ১৬ অক্টোবর, ২০২৪ / ১৬৮ বার পঠিত

সম্রাট আকবরঃ
রামগঞ্জ উপজেলা (UNO) কাপ/লীগের জন্য ঐতিহ্যবাহী ৩নং ভাদুর ইউনিয়ন ফুটবল দল গঠন উপলক্ষে বুধবার (১৬ অক্টোবর) রামগঞ্জ সানরাইজের ক্লাবের সাথে এক প্রস্তুতিমুলক ম্যাচের মধ্যে দিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। ম্যাচটির ভেন্যু ছিল চন্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠ। ভাদুর ইউনিয়নে স্থায়ীভাবে বসবাসকারী ভালো ফুটবল খেলোয়াড়দের শুক্রবার বিকেল ৩ টায় ভাদুর উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন নেতৃবৃন্দ । এ উপলক্ষে শিপন আহমেদ কে (ম্যানেজার),খালেদুর রহমান কে( কোচ),মোবারক কে(অধিনায়ক) এবং কাদের কে( সহ অধিনায়ক) নির্বাচিত করা হয়েছে।
এ ছাড়াও মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে অনলাইন পোর্টাল দৈনিক আমার স্বদেশ।