মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন
তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৮ খেলোয়াড় এবং একজন টিম অফিসিয়ালকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে। এ ছাড়া প্রত্যেকের ওপর ৫০ হাজার টাকা করে জরিমানা আরোপ করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এ সিদ্ধান্ত জানায়।
ঘটনাটি ঘটে ১৮ নভেম্বর পিকেএসএফের ১ নম্বর মাঠে সুপার লিগের ম্যাচ চলাকালে। ম্যাচে মুখোমুখি হয়েছিল তেজগাঁও ক্রিকেট একাডেমি এবং স্যাফায়ার স্পোর্টিং ক্লাব। খেলার মাঝপথে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনাপূর্ণ ঝগড়া শুরু হয়। পরে বিসিবি আচরণবিধির ২.১৯ ধারায় লেভেল ৪ অপরাধে তাদের দোষী সাব্যস্ত করে।
শাস্তি পাওয়া ক্রিকেটাররা হলেন- তেজগাঁও ক্রিকেট একাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন (অনিক), তাসিন আহমেদ রনবি, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয়, তেজগাঁওয়ের টিম অফিশিয়াল রবিন এবং স্যাফায়ার স্পোর্টিংয়ের রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মদ হৃদয়।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, “বিসিবি ঘরোয়া প্রতিযোগিতার কোনো স্তরে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড বরদাশত করবে না। এটি খেলোয়াড় এবং কর্মকর্তাদের জন্য একটি স্পষ্ট বার্তা যে বোর্ড এ ধরনের অপরাধ কঠোরভাবে মোকাবিলা করবে।”