সোমবার, ১২ মে ২০২৫, ০১:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
নাসিক সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি গ্রেফতার নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন রেজি:নং-২৩০২ এর শিমরাইল উপ কমিটির অফিস উদ্বোধন পাকিস্তান-ভারত যুদ্ধ কারও জন্য কল্যাণকর নয় : ন্যাপ রূপগঞ্জে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস হবে পুরোপুরি দালাল মুক্ত : নারায়ণগঞ্জ ডিসি সিদ্ধিরগঞ্জ পুলে যানজট নিরসনে অক্লান্ত পরিশ্রম করছেন যুবদল নেতা সোহাগ মিয়া প্রান্তিক কৃষকের ধান কেটে দিচ্ছেন রূপগঞ্জ উপজেলা যুবদল আরাকানকে ‘মানবিক করিডোর’ দেওয়া চরম ঝুঁকিপূর্ণ : ন্যাপ বিএনপি নেতা রুবেল মাতবরের মা এবং যুবদল নেতা নূরে আলম প্রধানের পিতার মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা সোমবার ৫মে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া

সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে কৃষকদলের চারজন গ্রেফতার

 

ট্রাকচালকের সহকারী নূর হোসেনকে মারধর করে ও অস্ত্রের ভয় দেখিয়ে ১২ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে সিদ্ধিরগঞ্জে কৃষকদলের চার নেতা কর্মীকে গ্রেফতার করছে র‍্যাব ১১।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে মোঃ রুবেল (৩৪), জুয়েল রানা (২২), সাদিকুল ইসলাম সুজন (৪০) ও মোঃ সোহেল রানা (৪০)।

ভুক্তভুগী ট্রাক চালকের সহকারী মোঃ নুরহোসেন বলেন, গত সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকায় সড়কে ট্রাকটি বিকল হয়ে পড়লে তিনি ট্রাকের মধ্যে ঘুমিয়ে পড়েন।  কিছুক্ষণ পরেই ওই ৪ জন সেখানে গিয়ে নুরহোসেনকে ডেকে তুলে মারধর শুরু করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও মোবাইল ফোন ছিনতাই করে।  চলে যাওয়ার সময়  নুর হোসেনকে এ ঘটনা কাউকে জানালে হত্যা করারও হুমকি দেয়।

রাতেই নুরহোসেন বিষয়টি র‍্যাব -১১ এর দপ্তরে গিয়ে অভিযোগ করলে রাতেই নাসিক ৫ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ বাজার এলাকা থেকে র‍্যাব সদস্যরা কৃষক দলের ওই ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করে।  মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের সিদ্ধিরগঞ্জ থানায় সোপর্দ করা হয়।  এ ঘটনায় ট্রাক চালকের সহকারী মোঃ নুরহোসেন বাদী হয়ে ওই ৪ জনকে আসামী করে একটি ছিনতাই মামলা দায়ের করেছেন।  গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৬৫০ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়, অবশিষ্ট টাকা তারা খরচ করে ফেলেছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে স্বীকার করেছে।  গ্রেপ্তারকৃত সাদিকুল ইসলাম সুজন নাসিক ৫ নং ওয়ার্ড কৃষকদলের সিনিয়র সহ- সভাপতি মোঃ সোহেল রানা একই ওয়ার্ডের সাধারন সম্পাদক, মোঃ জুয়েল রানা কোষাধ্যাক্ষ এবং রুবেল সাধারন সদস্য বলে জানাগেছে।

কৃষক দলের সিদ্ধিরগঞ্জ থানা শাখারা আহবায়ক মোঃ তৈয়ম হোসেন বলেন, তাদেরকে কমিটি দিয়েছিলাম কিন্তু তাদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকায় কমিটি বিলুপ্ত করেছি।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) আল মামুন ওই চারজনের নামে ছিনতাই মামলা হয়েছে বলে স্বীকার করেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত