মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন
বাংলাদেশ ফুটবলের নতুন স্বপ্ন বয়ে আনা তারকা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী উদযাপন করছেন তার ২৭তম জন্মদিন। ১৯৯৭ সালের ১ অক্টোবর ইংল্যান্ডের লাফবরাতে জন্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার বর্তমানে দেশের ফুটবলপ্রেমীদের মনে নতুন আশার আলো জ্বালিয়েছেন।
লেস্টার সিটির যুব একাডেমি থেকে উঠে আসা হামজা দীর্ঘদিন ধরে ইংলিশ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলে আসছেন। লেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে আলো ছড়ানোর পর বর্তমানে তিনি ইএফএল চ্যাম্পিয়নশিপে মাঝমাঠের ভরসা হয়ে খেলছেন। তাঁর গতি, বল কাটার দক্ষতা এবং নিরলস লড়াই করার মানসিকতা তাকে করে তুলেছে অনন্য।
হামজার মায়ের আদি নিবাস সিলেটের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায়। শিকড়ের প্রতি ভালোবাসা এবং দেশের ফুটবলের জন্য কিছু করার আগ্রহ থেকেই তিনি সম্প্রতি বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার সিদ্ধান্ত নেন। জাতীয় দলের জার্সি গায়ে তুলে তাঁর আগমনকে দেশের ফুটবলের নতুন দিগন্ত হিসেবে দেখছে সবাই।
হামজার জন্মদিনে শুভেচ্ছা জানাতে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ভরে উঠেছে শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা বার্তায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), লেস্টার সিটি এবং বিশ্বের নানা প্রান্তের ফুটবলভক্তরা তাঁকে জানাচ্ছেন উষ্ণ অভিনন্দন।