বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ–সোনারগাঁ) আসনে জনতার দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল করিম মুন্সী সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জবাসীর সেবা করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।
গতকাল এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকার স্থায়ী বাসিন্দা। তাঁর দাদা মরহুম হাজী আব্দুর রহমান মুন্সী আজীবন জনগণের সেবায় নিয়োজিত ছিলেন। সেই পারিবারিক ঐতিহ্যকে ধারণ করেই তিনি সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁবাসীর কল্যাণে কাজ করে যেতে চান। তিনি বতর্মানে চিটাগাংরোড হাজী এ রহমান সুপার মাকের্টের মালিক।
আব্দুল করিম মুন্সী জানান, তিনি জনতার দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা জনতার দলের সভাপতি। আসন্ন নির্বাচনে তিনি ‘কলম’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিনি বলেন, “আমি দুঃখী, অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে থাকতে চাই। সমাজে বিদ্যমান বৈষম্য, অনাচার, জুলুম ও নির্যাতন দূর করে একটি বৈষম্যহীন, শোষণমুক্ত সমাজ ও দেশ গড়াই আমার লক্ষ্য।”
নির্বাচিত হলে জনগণের দোরগোড়ায় গিয়ে তাদের সমস্যা সমাধানে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন বলেও আশ্বাস দেন তিনি। এ সময় তিনি সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁবাসীর প্রতি নির্বাচনী সালাম জানিয়ে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।