মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
রূপগঞ্জে বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয়ে আগুনদিয়েছে দুর্বৃত্তরা। আগুনে কার্যালয়ে থাকা চেয়ার-টেবিলসহ সিলিং ও ফ্যান পুড়েছে। ঘটনাস্থলপরিদর্শণ করে প্রশাসন ও পুলিশ বাহিনীর কাছে অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত আইনানুগব্যবস্থা গ্রহনের দাবি জানান বিএনপি নেতাকর্মীরা। সোমবার (০৭ অক্টোবর) রাত ২টার দিকেউপজেলার মুড়াপাড়া মঠেরঘাট এলাকায় অবস্থিত মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনেরকার্যালয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন,বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলেরআহবায়ক মাহাবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেটআমিরুল ইসলাম ইমন, যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম, থানা যুবদলের সাবেক যুগ্নআহবায়ক আজিম সরকার, ছাত্রদল নেতা সুলতানমাহমুদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান রিপনসহ আরো অনেকে।
এছাড়া ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় কাজী মনিরুজ্জামান বলেন, তারা কাপুরুষের মতো বিএনপির কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে। যাদের রাজনৈতিক যোগ্যতা শূন্যের কোঠায় তারাই আমাদের বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে। আমি আশা করবো এই অগ্নিকান্ডের সাথে জড়িতদের খুজে করে বের করে আইনের আওতায় আনা হবে। আমি ৭১ সালে যুদ্ধ্ করেছি আজকের যুদ্ধ রূপগঞ্জকে স্বাধীন করা।
সহকারী পুলিশ সুপার(এএসপি) মেহেদী ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।