রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম

সিদ্ধিরগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

“মানবাধিকার আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়” এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মানবাধিকার দিবস-২০২৫ যথাযথ ভাবে পালন করেছে জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এর নারায়ণগঞ্জ জেলা শাখা।
১০ ডিসেম্বর বুধবার সকালে সিদ্ধিরগঞ্জ পুল এস.এম টাওয়ারের সামনে সবার জন্য মর্যাদা,স্বাধীনতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এক মানববন্ধন কর্মসূচী ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এর কেন্দ্রীয় চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক এডভোকেট মনির হোসেন। জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এর নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি দৈনিক আমাদের জাগরন পত্রিকার সম্পাদক ও প্রকাশক নূরুল আজিজ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শাখার সাধারন সম্পাদক দৈনিক আমার সংবাদ পত্রিকার সাংবাদিক মোঃ আমির হোসেন, প্রবীন সাংবাদিক এস.এম.মিজান,আবুল খায়ের,মোঃ লিটন মিয়া,আবু বকর সিদ্দিক সিয়াম, মোঃ সায়হান,মুক্তা আক্তার প্রমুখ।

জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এর কেন্দ্রীয় চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক এডভোকেট মনির হোসেন বলেন, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করা হয়। এরপর থেকে ধারাবাহিক ভাবে এ দিবসটি সারা বিশ্বে পালিত হয়ে আসছে। মানুষের অধিকার বাস্তবায়ন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, বাক স্বাধীনতা, গনতন্ত্রের চর্চাই এই সংগঠনের মূল লক্ষ্য । তিনি বলেন, মানুষের অধিকার সুরক্ষা ও ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সারাদেশে এই সংগঠনের জেলা ও থানা কমিটি গঠন কার্যক্রম শুরু হয়েছে। মানবাধিকার সুরক্ষিত রেখে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার এ যাত্রায় সবাইকে এগিয়ে আসতে হবে, জাতিসংঘ ঘোষিত সার্বজনীন মানবাধিকার দিবসে এটাই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার।

অনুষ্ঠানের সভাপতি নূরুল আজিজ চৌধুরী বলেন,মানবাধিকার লঙ্ঘন হয় এমন কোন কাজ আমাদের সমাজে করা যাবে না। তিনি বলেন,আমাদের ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থা এমন হতে হবে, যেখানে মানুষের অধিকার সুরক্ষিত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত