রবিবার, ১১ মে ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
নাসিক সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি গ্রেফতার নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন রেজি:নং-২৩০২ এর শিমরাইল উপ কমিটির অফিস উদ্বোধন পাকিস্তান-ভারত যুদ্ধ কারও জন্য কল্যাণকর নয় : ন্যাপ রূপগঞ্জে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস হবে পুরোপুরি দালাল মুক্ত : নারায়ণগঞ্জ ডিসি সিদ্ধিরগঞ্জ পুলে যানজট নিরসনে অক্লান্ত পরিশ্রম করছেন যুবদল নেতা সোহাগ মিয়া প্রান্তিক কৃষকের ধান কেটে দিচ্ছেন রূপগঞ্জ উপজেলা যুবদল আরাকানকে ‘মানবিক করিডোর’ দেওয়া চরম ঝুঁকিপূর্ণ : ন্যাপ বিএনপি নেতা রুবেল মাতবরের মা এবং যুবদল নেতা নূরে আলম প্রধানের পিতার মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা সোমবার ৫মে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া

সিদ্ধিরগঞ্জ হাউজিং প্লট ও ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি আবদুল আউয়াল মারা গেছে

সম্রাট আকবরঃ 

নাসিক ৪নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ হাউজিং প্লট ও ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি এবং রহমান এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী  আবদুল আউয়াল (৬২) মৃত্যু বরন করেছেন ।

রবিবার দিবাগত রাত আড়াইটায় (১৬ ডিসেম্বর) অচেতন অবস্থায় আবদুল আউয়ালকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ সোমবার (১৬ ডিসেম্বর)  বিষয়টি নিশ্চিত করেন।

মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন,আবদুল আউয়াল সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা মামলার আসামী হিসেবে বন্দি ছিলেন । অসুস্থ হয়ে পড়ায় তাকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ও পরে তাকে হাসপাতাল থেকে ঢাকা রেফার্ড করা হয়। আমরা ঢাকা জেলা কারাগারের মাধ্যমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার পর রাত আড়াই টার দিকে মেডিকেল কলেজের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আবদুল আউয়ালকে মৃত ঘোষণা করেন।

আবদুল আউয়ালের পুত্র কামরুজ্জামান বলেন , “বাবার বিরুদ্ধে দুইটি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তিনি একজন বয়স্ক মানুষ ছিলেন। আমার বাবা ব্যবসার পাশাপাশি সিদ্ধিরগঞ্জ হাউজিং প্লট মালিক সমিতির সভাপতি ছিলেন। বাবাকে  গত ২রা সেপ্টেম্বর  পুলিশ বাসা থেকে গ্রেফতার করে।

রবিবার (১৫ ডিসেম্বর)  হাইকোর্ট থেকে দুটি মামলায় তার জামিন করানো হয় বলেও জানায় নিহতের পুত্র জামান।”

এ ঘটনায় ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পরে ময়নাতদন্ত শেষে কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাত ০৮:৩০ এ সিদ্ধিরগঞ্জ হাউজিং ফজলুল হক স্কুল মাঠে জানাজা শেষে সিদ্ধিরগঞ্জ কবরস্থানে  আবদুল আউয়াল কে দাফন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত