রবিবার, ১১ মে ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
নাসিক সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি গ্রেফতার নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন রেজি:নং-২৩০২ এর শিমরাইল উপ কমিটির অফিস উদ্বোধন পাকিস্তান-ভারত যুদ্ধ কারও জন্য কল্যাণকর নয় : ন্যাপ রূপগঞ্জে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস হবে পুরোপুরি দালাল মুক্ত : নারায়ণগঞ্জ ডিসি সিদ্ধিরগঞ্জ পুলে যানজট নিরসনে অক্লান্ত পরিশ্রম করছেন যুবদল নেতা সোহাগ মিয়া প্রান্তিক কৃষকের ধান কেটে দিচ্ছেন রূপগঞ্জ উপজেলা যুবদল আরাকানকে ‘মানবিক করিডোর’ দেওয়া চরম ঝুঁকিপূর্ণ : ন্যাপ বিএনপি নেতা রুবেল মাতবরের মা এবং যুবদল নেতা নূরে আলম প্রধানের পিতার মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা সোমবার ৫মে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া

সংবাদ প্রকাশের পর ম্যানেজার ইমরানের নির্দেশে সিদ্ধিরগঞ্জ হাউজিং এ কামালের ভবনে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের  নাসিক ৪ নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকায় বহুতল ভবনে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে ভবন মালিক কামাল হোসেনের বিরুদ্ধে।  অবৈধ গ্যাস সংযোগের বিষয়ে কিছুদিন আগে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের ম্যানেজার মোস্তাক মাসুদ ইমরানের নজরে আসলে গতকাল মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জ হাউজিংয়ের ম্যানেজার মোস্তাক মাসুদ ইমরানের নির্দেশে কামালের ভবনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন নারায়ণগঞ্জ তিতাসের অভিযানিক টিম।
এ ভবন মালিক হলো, আটি হাউজিং ৭ নং রোডের সাত তলা ভবনের মালিক  সৌদি প্রবাসী কামাল হোসেন।
তিনি বছরের পর বছর অবৈধ ভাবে গ্যাস ব্যবহার করে সরকারের কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে।
গত কিছুদিন আগে নারায়ণগঞ্জ তিতাস গ্যাস কর্তৃপক্ষ সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকায় অভিযান চালিয়ে শতাধিক বহুতল ভবনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন। সেই দিন রাত্রেই উক্ত ব্যক্তি তার ভবনে অবৈধভাবে এইসব গ্যাস সংযোগ দিয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সিদ্ধিরগঞ্জ নাসিক ৪ নং ওয়ার্ড হাউজিং এলাকায় উক্ত ব্যক্তির বহুতল ভবন রয়েছে। ভবনটির নাম দেওয়া হয়েছে কামাল হোসেন ভিলা। ভবনটির মালিক সৌদি প্রবাসী। তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তা করা সম্ভব হয়নি।
এলাকাবাসী বলেন, কামাল ভিলার গ্যাস সংযোগটি অবৈধ। তার লাইনটি তিতাস কর্মকর্তারা অভিযান চালিয়ে বিচ্ছিন্ন করা হলেও রাতের আঁধারে আবার পুনরায় সংযোগ দিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে হাউজিং এলাকার কয়েকজন বাসিন্দা জানায়, উক্ত ব্যক্তির ভবনে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। তারা বছরের পর বছর অবৈধভাবে গ্যাস ব্যবহার করছে। তারা আরো বলেন, অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছে। তাই উক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানাচ্ছি।
উক্ত বিষয় জানতে নারায়ণগঞ্জ তিতাসের গ্যাসের ম্যানেজার মোস্তাক মাসুদ ইমরান বলেন, কিছুদিন আগে সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকায় আমরা অভিযান চালিয়ে প্রায় শতাধিক বহুতল ভবনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছি। কোন বাড়ির মালিক যদি অবৈধভাবে আবারো ভবন গুলোতে গ্যাস সংযোগ দিয়ে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং উক্ত ভবন গুলোতে অভিযান চালানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত