মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন
ফ্যাসিস্ট সরকার সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকাকালীন সময় ক্রীড়াঙ্গনের পরিবেশ নষ্ট করেছে। কিশোরদের হাতে খেলাধূলার পরিবর্তে মাদক তুলে দিয়েছে। সন্ত্রাস ও চাঁদাবাজির অভয়ারণ্য হিসেবে যুব সমাজকে ব্যবহার করেছে। আমরা যুবক-তরুন ও ছাত্র সমাজকে খেলাধূলার মাধ্যমে সুন্দরভাবে গড়তে চাই।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকালে নাসিক ৩নং ওয়ার্ডে যুবদল ও ছাত্রদল আয়োজিত মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ডিগবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল এসব কথা বলেন।
বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে ক্রীড়াঙ্গনে ভালো কাজ আমাদের নেতাকর্মীরা করবে উল্লেখ করে সজল বলেন, সমাজে যত অনৈতিক কর্মকান্ড হবে আপনারা বিরত থাকবেন এবং প্রতিহত করার চেষ্টা করবেন। আপনারা ক্রীড়ার মাধ্যমে মাদককে না করবেন। সমাজের খারাপ দিকগুলো বর্জন করবেন। আগামী দিনে প্রত্যেকটি ভালো কাজে নারায়ণগঞ্জ মহানগর যুবদল আপনাদের পাশে থাকবে।
সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা শওকত আলী রিয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিটন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শ্যমল, তোফাজ্জল, সদস্য রাফি উদ্দিন রিয়াদ, ইমন, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি অন্তুু,অনি,রাজু,যুগ্ম সম্পাদক শাহাদাত, সহ সাধারণ সম্পাদক সম্রাট আকবর, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির, যুবদল নেতা বাবু, ইব্রাহিম, মনির, ছাত্রদল নেতা ইমরান, হিমেল ও ৩নং ওয়ার্ড যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ।