মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সাবেক সাংসদ মমতাজ বেগম গ্রেফতার সিএনএন বাংলা টিভির এমডির গাড়ী থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার, আটক-১ রামগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাসহ আটক ৩ নাসিক সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি গ্রেফতার নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন রেজি:নং-২৩০২ এর শিমরাইল উপ কমিটির অফিস উদ্বোধন পাকিস্তান-ভারত যুদ্ধ কারও জন্য কল্যাণকর নয় : ন্যাপ রূপগঞ্জে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস হবে পুরোপুরি দালাল মুক্ত : নারায়ণগঞ্জ ডিসি সিদ্ধিরগঞ্জ পুলে যানজট নিরসনে অক্লান্ত পরিশ্রম করছেন যুবদল নেতা সোহাগ মিয়া প্রান্তিক কৃষকের ধান কেটে দিচ্ছেন রূপগঞ্জ উপজেলা যুবদল

নারায়ণগঞ্জ কালির বাজারে আগুন নিয়ন্ত্রণে ৪ ইউনিট

নারায়ণগঞ্জের কালির বাজারের মসলা পট্টিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে গেছে।  আগুনের খবর পেয়ে মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছেন। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

রোববার (০৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বাজারের মসলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে অন্যান্য দোকানে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত সাড়ে ১২টা পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা করছে। আগুনের লেলিহান শিখা দেখে নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে রাত সাড়ে ১১টার দিকে কালির বাজার মসলা পট্টিতে আগুনের খবর পান তারা। আস্তে আস্তে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে থাকে।
শহরের উঁচু দালান থেকে আগুনের কুণ্ডলী দেখা যায়। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

কালির বাজার নারায়ণগঞ্জ শহরের বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র। এর একদিকে ওষুধের দোকান, কাপড়ের দোকান, অন্যদিকে খাদ্যসামগ্রীর পাইকারি দোকান আছে।

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন জানান, কালিবাজারে মসলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে তা পাশের বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্তের পর আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

আগুন নিয়ন্ত্রণে মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের দুইটি ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের দুইটিসহ মোট চারটি ইউনিট কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত