শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম তার বাসা থেকে ৪লাখ টাকা চুরি হওয়ার অভিযোগে থানার গাড়ি চালকের বাসায় তল্লাশির ঘটনায় ক্লোজ হয়েছেন।
বিভিন্ন সূত্রে জানা যায়, গত সোমবার ওসি নূর আলমের বাসা থেকে ৪ লাখ টাকা চুরি হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পরদিন ওই থানার পিকআপ চালক ওয়াসিমের বাসায় সেকেন্ড অফিসার বিমল চন্দ্র দেবসহ কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে অভিযান চালান ওসি নুরে আলম। চালক ওয়াসিম তার ঘরের জিনিসপত্র তছনছ করার চিত্র ভিডিওতে ধারণ করে ফেসবুকে বৃহস্পতিবার রাতে প্রচার করেন। নিমিষেই তা ভাইরাল হয়ে যায়।
ওয়াসিম ভিডিওতে বলেন, ‘ওসি স্যারের বাসা থেকে দুই দফায় নাকি ৪ লাখ চুরি হয়েছে। তিনি আমাকে সন্দেহ করে আমার বাসার সমস্ত জিনিসপত্র তছনছ করেছেন। অথচ আমি টাকা চুরির সঙ্গে জড়িত নই।’
ওয়াসিম এক পর্যায়ে জানান, প্রয়োজনে ঘরের প্রতিটি ইঞ্চি তল্লাশি করে যদি প্রমাণিত না হয়, তাহলে তিনি ওসির বিরুদ্ধে উর্ধতন কর্মকর্তার কাছে অভিযোগ করবেন।
এ কথা বলার পর ওসি রাগ দেখিয়ে তার সঙ্গে অন্যান্যদের নিয়ে বের হয়ে যান।
এদিকে ফেসবুকে এ ভিডিও দেখে অনেকেই ওসি নূরে আলমের বেতন কত ও ৪ লাখ নগদ অর্থ কোথায় পেলেন এ নিয়ে প্রশ্ন তুলেন।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ডিউটি অফিসার মৃদুল জানান, গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টায় ওসি নূরে আলম সিসি নিয়ে সিলেট রেঞ্জ অফিসে চলে গেছেন।
পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের ওসি ক্লোজড হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।