বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
ডোমার ডিমলাসহ দপশব্যাপী পরিবর্তনের জন্য যোগ্য ব্যাক্তিকে নির্বাচিত করে সংসদে পাঠাতে হবে। আল্লাহর রহমতের কারনে পরিবর্তনের যে সুযোগ তৈরী হয়েছে তা কাজে লাগাতে হবে। নীলফামারী ১ তথা ডোমার ডিমলার আসনে বাংলাদেশ ন্যাপ মনোনীত পারথী জেবেল রহমান গানিকে বেছে নিতে জনগণকে ঐক্য বদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া।
মঙ্গলবার ( ১৩ জানুয়ারী) ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের মির্জাগঙ্জে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি – বাংলাদেশ ন্যাপ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, জুলাই আন্দোলন কোনও দলের আন্দোলন ছিল না, কোনও পক্ষের আন্দোলন ছিল না। গণতন্ত্র ও ভোটাধিকার পরতিষ্ঠার আন্দোলনে ছাত্র-জনতা, আলেম ওলামা, বুদ্ধিজীবিসহ দেশের আপামর জনতা ভূমিকা রেখেছে। মহিলা মা বোনেরা শরবত-পানি নিয়ে বাচ্চাদেরকে সহযোগিতা করার জন্য রাস্তায় নেমে গেছে।
গোলাম মোস্তফা ভুইয়া বলেন, দেশের মধ্যে একটা পরিবর্তন এসেছে। কিন্তু এখন প্রশ্ন দাড়াচ্ছে এতো মানুষের জীবন গেলো, আহত হলো, হাত গেলো, পা গেলো, চোখ গেলো, কিন্তু দেশের কি হলো? এটা এখন সবচাইতে বড় প্রশ্ন। দেশের অনেক সমস্যা রয়েছে সে সমস্যাগুলোর যদি পরিবর্তন করতে না পারি, সমস্যার সমাধান যদি না করতে পারি তাহলে আমরা যে তিমিড়ে ছিলাম সেই তিমিড়েই থাকবো। তাই পরিবর্তনের জন্য সৎ ও যোগ্য লোককে ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে।
বাংলাদেশ ন্যাপ ডোমার উপজেলা যুগ্ম সমন্বয়কারী জগবন্ধু রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডোমার উপজেলা যুগ্ম সমন্বয়কারী ফিরোজ পারভেজ উজ্জ্বল, আনোয়ার কামাল সাবু, স্থানীয় ভোটারদের পক্ষ থেকে পরিক্ষিত ঠাকুর, রজব আলী সরকার মুুকুল, ধন নারায়ণ রায় প্রমুখ।