শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ খুন হয় ১২লক্ষ টাকায় সংবাদপত্রের সুপারভাইজার লোকমান হোসেন আর নেই রূপগঞ্জে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ করলেন অধ্যাপক মামুন মাহমুদ সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়া ও জাকির খানের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত ছাত্রদল নেতা জুবায়েদ হত্যাকারীদের শাস্তির দাবিতে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল বিএনপিতে ভূমি দস্যুদের জায়গা হবে না : অধ্যাপক মামুন মাহমুদ রূপগঞ্জে ছাত্র বলাৎকারে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ এত অগ্নিকান্ড, দুঘর্টনা নাকি পরিকল্পিত অরাজকতা  :  ন্যাপ স্বৈরাচারের আমলে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া আপোষ করেনি : অধ্যাপক মামুন মাহমুদ

তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে  যুবদলের বিক্ষোভ সমাবেশ

 

আবু কাওছার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা যুবদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। ১৯জুলাই শনিবার উপজেলার মুড়াপাড়া মঠেরঘাট এলাকা থেকে শুরু হয়ে মুড়াপাড়া বাজারে গিয়ে তারা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম। সভায় বক্তব্য রাখেন যুবদল নেতা সোহেল ভুঁইয়া ও আজিম সরকার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, যারা তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি করছে, তারা দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু। তারেক রহমান এই দেশের তরুণদের স্বপ্ন। গণতন্ত্রের প্রতিক। তাঁকে নিয়ে কুৎসা রটিয়ে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র করছে ক্ষমতাসীনরা। আমরা স্পষ্ট করে দিতে চাই, তারেক রহমানকে নিয়ে কটুক্তি সহ্য করা হবে না। গত ১৭ বছর হামলা মামলার শিকার হয়েছি। স্বৈরাচারের অত্যাচার সহ্য করেও আমরা রাস্তা ছাড়িনি। আন্দোলন সংগ্রাম করে গিয়েছি। শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন বলেই আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। একটা মহল জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু এসব ষড়যন্ত্র করে গণতন্ত্রের আন্দোলন থামানো যাবে না। রূপগঞ্জ যুবদল রাজপথে আছে, থাকবে।
পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া এলাকা প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত