বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
সংবাদপত্রের সুপারভাইজার লোকমান হোসেন আর নেই রূপগঞ্জে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ করলেন অধ্যাপক মামুন মাহমুদ সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়া ও জাকির খানের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত ছাত্রদল নেতা জুবায়েদ হত্যাকারীদের শাস্তির দাবিতে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল বিএনপিতে ভূমি দস্যুদের জায়গা হবে না : অধ্যাপক মামুন মাহমুদ রূপগঞ্জে ছাত্র বলাৎকারে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ এত অগ্নিকান্ড, দুঘর্টনা নাকি পরিকল্পিত অরাজকতা  :  ন্যাপ স্বৈরাচারের আমলে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া আপোষ করেনি : অধ্যাপক মামুন মাহমুদ বিএনপি মাটি ও মানুষের থেকে উঠে আসা নেতাকে মনোনয়ন দিবে : মামুন মাহমুদ

ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে হবে : গোলাম মোস্তফা

 

শুক্রবার ভোররাতে ইরানে বিশ্বশান্তির বিষপোড়া ইসরাইলী বিমান হামলা থেকে শুরু করে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভয়েস অব কনসাস সিটিজেন (ভিসিসি) চেয়ারপার্সন মোহাম্মদ গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, ‘সকল আন্তর্জাতিক আইন ও নিয়ম-নীতি লঙ্ঘন করে ইসরাইল ইরানে হামলা চালিয়েছে যা বিশ্ব শান্তির জন্য হুমকি। ইসরাইলের সন্ত্রাসী নীতির কারণেই ইসরাইলকে আন্তর্জাতিক সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে হবে। অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলকে বাধ্য করতে মুসলিম বিশ্বকে কঠোর সিদ্ধান্ত গ্রহন করতে হবে।’

মঙ্গলবার (১৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির মদদেই ইরানে ইসরাইলের বেপরোয়া সামরিক হামলা। ইসরায়েল আন্তর্জাতিক বিধিবিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে আবির্ভূত হয়েছে। ইরানে সামরিক হামলা ও গাজায় ধারাবাহিক গণহত্যা ইসরায়েলের চূড়ান্ত ঔদ্ধত্যমূলক অপরাধের নগ্নবহিঃপ্রকাশ।’

তিনি আরো বলেন, ‘এই হামলার মধ্য দিয়ে অবৈধ রাষ্ট্র ইসরাইল তার সন্ত্রাসী রূপের আবারো বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এই হামলা গোটা মধ্যপ্রাচ্য ও বিশ্বকে বড় ধরণের ঝুঁকির মধ্যে ফেলেছে। ইসরাইলের এহেন সন্ত্রাসী কর্মকান্ড বন্ধে জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হতে হবে। আগ্রাসী ইসরাইলের ঔদ্ধত্যপূর্ণ আচরণের তীব্র জবাব দিতে হবে।’

তিনি বলেন, ‘ইসরাইলের এই বেপরোয়া আগ্রাসী তৎপরতার পেছনে রয়েছে মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ। প্রকৃতপক্ষে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক মদদের কারণেই গোটা মধ্যপ্রাচ্যে ইসরাইল আগ্রাসী সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে আবির্ভূত হয়েছে। এর লক্ষ্য হচ্ছে আরব দুনিয়ার বিভক্তির সুযোগ নিয়ে মধ্যপ্রাচ্যে অপ্রতিরোধ্য সামরিক শক্তি হিসাবে নিজেদের নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত