সোমবার, ১২ মে ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
নাসিক সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি গ্রেফতার নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন রেজি:নং-২৩০২ এর শিমরাইল উপ কমিটির অফিস উদ্বোধন পাকিস্তান-ভারত যুদ্ধ কারও জন্য কল্যাণকর নয় : ন্যাপ রূপগঞ্জে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস হবে পুরোপুরি দালাল মুক্ত : নারায়ণগঞ্জ ডিসি সিদ্ধিরগঞ্জ পুলে যানজট নিরসনে অক্লান্ত পরিশ্রম করছেন যুবদল নেতা সোহাগ মিয়া প্রান্তিক কৃষকের ধান কেটে দিচ্ছেন রূপগঞ্জ উপজেলা যুবদল আরাকানকে ‘মানবিক করিডোর’ দেওয়া চরম ঝুঁকিপূর্ণ : ন্যাপ বিএনপি নেতা রুবেল মাতবরের মা এবং যুবদল নেতা নূরে আলম প্রধানের পিতার মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা সোমবার ৫মে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া

হেলিকপ্টার দেখতে গিয়ে গুলিতে নিহত সুমাইয়ার লাশ উত্তোলন

আনাজেত উল্লাহ

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ঘরের বারান্দায় গুলিবিদ্ধ হয়ে নিহত তরুণী সুমাইয়া আক্তারের মরদেহ চার মাস পর ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর)  দুপুরে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়।

গত ২০ জুলাই সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লার ৬ তলা ভবনের বারান্দায় হেলিকপ্টার দেখতে গিয়ে আচমকা মাথার বাঁ পাশে গুলিবিদ্ধ হয়ে মারা যান সুমাইয়া আক্তার (১৯)।

এ ঘটনায় নিহত সুমাইয়ার ভগ্নিপতি মো. বিল্লাল গত ২২ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সাতজনের নামে ও অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার বলেন, আদালতের নির্দেশে সুমাইয়ার লাশ কবর থেকে উত্তোলন করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে একই কবরস্থানে সুমাইয়ার লাশ দাফন করা হবে।

গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় বাড়ির ছয় তলার ফ্ল্যাটের বারান্দায় হেলিকপ্টারের শব্দ শুনে দেখতে গেলে মাথায় গুলিবিদ্ধ হন সুমাইয়া। স্বজনরা তাঁকে উদ্ধার করে সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতে সুমাইয়ার লাশ পাইনাদী কবরস্থানে দাফন করা হয়।
নিহত সুমাইয়া বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার চরনন্দপুর এলাকার বাসিন্দা সেলিম মাতবরের মেয়ে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত