শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন

রূপগঞ্জে সেনাবাহিনীর ভুয়া মেজর গ্রেফতার

 

আবু কাওছার

রূপগঞ্জে মাহমুদুল্লা নবী নামের এক ভুয়া সেনাবাহিনীর মেজর পরিচয়দানকারীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার (৩০ জুন) দিবাগত রাতে উপজেলার তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মুর্গাকুল কবরস্থান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাহমুদউল্লা নবী উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকার মৃত মাওলানা জালাল উদ্দীনের ছেলে।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন জায়গায় নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে নানা রকম অপকর্ম করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মুর্গাকুল কবরস্থান এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ২টায় যৌথ বাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে মাহমুদুউল্লা নবীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকে নিয়মিত আইনে মামলা দিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত