বুধবার, ০২ Jul ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের র্যালিতে সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা শওকত আলী রিয়েল ও বাবুর নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে শোডাউনে অংশগ্রহণ করেছে।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে খানপুর হাসপাতালের সামনে থেকে মহানগর যুবদলের এই র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি শহরের মেট্রোহল দিয়ে মিশনপাড়া হয়ে চাষাড়া ঘুরে নিতাইগঞ্জ নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং মহানগর ছাত্রদলের সাবেক সহ সম্পাদক সম্রাট আকবর,নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান,নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদস্য মনির হোসেন,যুবদল নেতা বিল্লাল হোসেন, ইমাম হোসেন,আনোয়ার,জুয়েল, সাব্বির মোল্লা, রনি সহ আরো অনেকে ।