আবু কাওছার
রূপগঞ্জে গাজী টায়ার কারখানার ৫ তলা গেস্ট হাউজ বিল্ডিংয়ের নিচতলায় রাখা ওয়েস্টে আগুন ও মালামাল লুট করা সময় ১০ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার রূপসী এলাকায় গাজী টায়ার কারখানার ভিতর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- মাসুদ রানা, সায়েম, দ্বীন ইসলাম, মোখলেস মিয়া, নাসির, তৌফিক, ইমরান, কামাল, আরিফ ও ইমাম হোসেন।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, ভোর রাত ৪ টারদিকে একদল লুটেরা গাজী টায়ার কারখানার ভিতরে প্রবেশ করে। এসময় তারা কারখানার ভিতরে ৫ তলা গেস্ট হাউজ বিল্ডিংয়ের নিচতলায় রাখার ওয়েস্টে আগুন ধরিয়ে দিয়ে বিভিন্ন মালামাল লুট করার চেষ্টা চালায়। আগুনের খবর পেয়ে কাচপুর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
ঘটনাস্থল থেকে রূপগঞ্জ থানা পুলিশ, সেনাবাহিনী, ও শিল্প পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি ।