রবিবার, ০৬ Jul ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন

রূপগঞ্জে জামায়াতে ইসলামীর গণসমাবেশ  

 

আবু কাওছার

রূপগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী উত্তর শাখার উদ্যেগে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি বৈঠার তান্ডব, বর্বর হত্যাকান্ডের প্রতিবাদে তারা এ সমাবেশ করে। ২৬ অক্টোবর শনিবার বিকালে উপজেলার কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উত্তর শাখার সভাপতি মাহফুজুল ইসলাম আব্দুল মজিদ। সভায় বক্তব্য রাখেন জেলা আমির মমিনুল সরকার,  জামায়াতের শুরা সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খান,  আনোয়ার হোসেন মোল্লা, রূপগঞ্জ  দক্ষিণের আমির  মাওলানা সাইফুল ইসলাম সিরাজী, নারায়ণগঞ্জ জেলা শিবিরের সভাপতি আবু সুফিয়ান প্রমুখ।

সভায় বক্তারা বলেন,  বিগত প্রায় দেড় যুগ ধরে দেশে জুলুম অত্যাচার হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশী অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীরা লগি বৈঠা নিয়ে দেশে তান্ডব চালিয়েছে। জামায়াতের নেতৃবৃন্দদের অন্যায় ভাবে হত্যা করা হয়েছে। স্বৈরাচার সরকার দ্রুত বিচার করতে মানবতা বিরোধী আদালত তৈরি করেছেন।  সেই অন্যায় অত্যাচারের বিচার তাদের সৃষ্টি আদালতে করা হবে। আগামী দিনে দেশে ইসলামী আইন বাস্তবায়ন করে দেশকে যেভাবে সুন্দর ভাবে পরিচালনা করা যায় সেই লক্ষ্যে জামায়াত ইসলামী সংগঠন কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত