শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ খুন হয় ১২লক্ষ টাকায় সংবাদপত্রের সুপারভাইজার লোকমান হোসেন আর নেই রূপগঞ্জে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ করলেন অধ্যাপক মামুন মাহমুদ সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়া ও জাকির খানের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত ছাত্রদল নেতা জুবায়েদ হত্যাকারীদের শাস্তির দাবিতে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল বিএনপিতে ভূমি দস্যুদের জায়গা হবে না : অধ্যাপক মামুন মাহমুদ রূপগঞ্জে ছাত্র বলাৎকারে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ এত অগ্নিকান্ড, দুঘর্টনা নাকি পরিকল্পিত অরাজকতা  :  ন্যাপ স্বৈরাচারের আমলে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া আপোষ করেনি : অধ্যাপক মামুন মাহমুদ

‘ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন’ কর্মসূচিতে বাংলাদেশ ন্যাপ’র একাত্মতা ঘোষণা

 

ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ‘মুভমেন্ট ফর ফ্রি প্যালেস্টাইন’ উদ্যোগে আগামী শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য ‘ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন’ কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ কর্মসূচী সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এই আহ্বান জানান।

তারা বলেন, গাজায় চলমান ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচিতে দেশের খ্যাতনামা পীর-মাশায়েখ, আলেম, ইসলামি স্কলার, ওয়ায়েজ এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করবেন। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে গাজার নিপীড়িত মুসলিম জনগণের প্রতি সংহতি জানানো হবে। আমরা বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানাচ্ছি।

নেতৃদ্বয় বলেন, গাজায় দীর্ঘদিন ধরে ইসরায়েলি নিপীড়ন, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্বব্যাপী যে প্রতিবাদের ঢেউ উঠেছে, ‘‘ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন’ তারই একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা এ কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করছি। গাজার নিরস্ত্র মানুষ আজ অবরুদ্ধ। খাদ্য, পানি ও চিকিৎসার অভাবে তারা চরম মানবেতর অবস্থায় আছে। প্রতিনিয়ত বোমা ও গুলির শব্দে নিহত হচ্ছে শিশু, নারী ও বৃদ্ধরা। এই নির্মমতা বিশ্ব বিবেককে নাড়া দেওয়ার জন্য আমাদের আরও উচ্চকণ্ঠ ও প্রতিবাদী হওয়া প্রয়োজন।

তারা আরো বলেন, ‘ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন’ কেবল একটি কর্মসূচি নয়-এটি একটি মানবিক দাবি, একটি ন্যায়ের আহ্বান। আমরা বিশ্বাস করি, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক এই আন্দোলন গাজায় চলমান গণহত্যা ও জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে গণচেতনা জাগাতে সহায়ক হবে। মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ ও প্রতিরোধকে আরও বেগবান করবে।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা আহ্বান জানাই-মানবিক বিশ্ব, মুসলিম দেশসমূহ, সব রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং ন্যায় ও মানবতার পক্ষে দাঁড়ানো প্রতিটি মানুষকে এই আন্দোলনে এক কাতারে এসে দাঁড়াতে। গাজার পক্ষে দাঁড়ানো মানে হলো ন্যায়ের পক্ষে, মানবতার পাশে দাঁড়ানো। গাজা মুক্ত হোক, ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিত হোক।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত