মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সাবেক সাংসদ মমতাজ বেগম গ্রেফতার সিএনএন বাংলা টিভির এমডির গাড়ী থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার, আটক-১ রামগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাসহ আটক ৩ নাসিক সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি গ্রেফতার নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন রেজি:নং-২৩০২ এর শিমরাইল উপ কমিটির অফিস উদ্বোধন পাকিস্তান-ভারত যুদ্ধ কারও জন্য কল্যাণকর নয় : ন্যাপ রূপগঞ্জে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস হবে পুরোপুরি দালাল মুক্ত : নারায়ণগঞ্জ ডিসি সিদ্ধিরগঞ্জ পুলে যানজট নিরসনে অক্লান্ত পরিশ্রম করছেন যুবদল নেতা সোহাগ মিয়া প্রান্তিক কৃষকের ধান কেটে দিচ্ছেন রূপগঞ্জ উপজেলা যুবদল

মহাসড়ক পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ড.আ.ক.ম আক্তারুজ্জামান 

  শারদীয় দূর্গা পূজা শেষ করে বিভিন্ন জেলা থেকে ঢাকা ফিরতে শুরু করেছেন সাধারণ  মানুষ। দীর্ঘদিন ছুটি শেষে একসাথে মানুষের ঢাকায় ফেরায় আবারো রাস্তায় যানবাহনের পরিমাণ বেড়েছে। মানুষের ঘরে ফেরা নির্বিঘ্ন করতে মহাসড়ক গুলোতে তৎপরতা বেড়েছে হাইওয়ে পুলিশের। তারই ধারাবাহিকতায় হাইওয়ে পুলিশের সদ্য পদোন্নতি প্রাপ্ত  অতিরিক্ত ডিআইজি ড. আ. ক.ম আক্তারুজ্জামান   বসুনিয়া রবিবার (১৩ অক্টোবর) মহাসড়ক পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন, চারদিন পূজার ছুটি পেয়ে অনেক মানুষ ঢাকা থেকে গ্রামের বাড়িতে গিয়েছে কেউ কেউ বিভিন্ন ট্যুরিস্ট স্পটে ঘুরতে গিয়েছে।  রবিবার ছুটির শেষ দিন তাই অনেক লোক একসাথে ঢাকায় প্রবেশ করবেন। সোমবার থেকে একটা চাপ থাকবে মহাসড়কে। মহাসড়ক কে যানজট মুক্ত রাখতে আমরা একটা বিশেষ ব্যবস্হা নিয়েছি যেন ঢাকা ফিরতে  মানুষের কোন রকম সমস্যা না হয়। ঢাকার প্রবেশ মুখ গুলোতে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে যাতে করে  মহাসড়কে কোনপ্রকার যানজট সৃষ্টি না হয়।
তিনি গাড়ি ড্রাইভারদের উদ্দেশ্যে বলেন তারা যেন কোনরকম লেন ভঙ্গ না করেন এবং  সড়কে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না করে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সড়ক আইন না মানায় প্রায় ১৫০টি গাড়িকে বিভিন্ন ধরনের মামলা দেওয়া হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের সার্কেল এসপি জাহিদ,শিমরাইল পুলিশ বক্সের (ইনচার্জ)  টিআই আবু নাঈম ও কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত