dainik rswadesh
- ১৩ অক্টোবর, ২০২৪ / ১৪৬ বার পঠিত

শারদীয় দূর্গা পূজা শেষ করে বিভিন্ন জেলা থেকে ঢাকা ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন ছুটি শেষে একসাথে মানুষের ঢাকায় ফেরায় আবারো রাস্তায় যানবাহনের পরিমাণ বেড়েছে। মানুষের ঘরে ফেরা নির্বিঘ্ন করতে মহাসড়ক গুলোতে তৎপরতা বেড়েছে হাইওয়ে পুলিশের। তারই ধারাবাহিকতায় হাইওয়ে পুলিশের সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ড. আ. ক.ম আক্তারুজ্জামান বসুনিয়া রবিবার (১৩ অক্টোবর) মহাসড়ক পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন, চারদিন পূজার ছুটি পেয়ে অনেক মানুষ ঢাকা থেকে গ্রামের বাড়িতে গিয়েছে কেউ কেউ বিভিন্ন ট্যুরিস্ট স্পটে ঘুরতে গিয়েছে। রবিবার ছুটির শেষ দিন তাই অনেক লোক একসাথে ঢাকায় প্রবেশ করবেন। সোমবার থেকে একটা চাপ থাকবে মহাসড়কে। মহাসড়ক কে যানজট মুক্ত রাখতে আমরা একটা বিশেষ ব্যবস্হা নিয়েছি যেন ঢাকা ফিরতে মানুষের কোন রকম সমস্যা না হয়। ঢাকার প্রবেশ মুখ গুলোতে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে যাতে করে মহাসড়কে কোনপ্রকার যানজট সৃষ্টি না হয়।
তিনি গাড়ি ড্রাইভারদের উদ্দেশ্যে বলেন তারা যেন কোনরকম লেন ভঙ্গ না করেন এবং সড়কে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না করে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সড়ক আইন না মানায় প্রায় ১৫০টি গাড়িকে বিভিন্ন ধরনের মামলা দেওয়া হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের সার্কেল এসপি জাহিদ,শিমরাইল পুলিশ বক্সের (ইনচার্জ) টিআই আবু নাঈম ও কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ।