বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
নাসিকের আলোচিত সাবেক কাউন্সিলর নূর হোসেনের ভাই নুর ছালাম গ্রেফতার রূপগঞ্জে বিজয় দিবস উদযাপন বিজয় দিবস উপলক্ষে মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও দোয়া সকল ষড়যন্ত্র নস্যাৎ করে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে : মিতা রহমান বিজয় দিবসে নারায়ণগঞ্জ জেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা হওয়া প্রয়োজন : ন্যাপ মহাসচিব শহীদ বুদ্ধিজীবি দিবসে শ্রদ্ধা, রাজনীতিকে মেধাশূণ্য করতেই হাদির উপর গুলি : ন্যাপ ওসমান হাদীর উপর গুলিবর্ষনের ঘটনায় বাংলাদেশ ন্যাপ’র উদ্বেগ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী গুলিবিদ্ধ

মতলব উত্তরে আওয়ামী দুঃশাসন, জুলুম, হত্যাসহ বিভিন্ন নির্যাতনের প্রতিবাদে মিছিল

 

মতলব উত্তরের ফতেপুর পশ্চিম ইউনিয়নে আওয়ামী দুঃশাসন, জুলুম, হত্যাসহ বিভিন্ন নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আয়োজনে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ফতেপুর ইউনিয়নের নাউরি বাজার থেকে নাউরি স্কুল ও কলেজ হয়ে দিঘলিপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর কার্যকরী সদস্য আশিক হোসেন কাজল।

মিছিলে উপস্থিত ছিলেন,ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম কিরণ, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আ.ফ.ম সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, যুবদল নেতা মুখলেসুর রহমান, বিএনপি নেতা তুহিন প্রধান, স্বেচ্ছাসেবক নেতা রাশেদ প্রধান, সবুজ প্রধান, ইপন ব্যাপারি, নাইম প্রধান, বিএনপি নেতা মকবুল হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।

পথসভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর কার্যয়ী সদস্য আশিক হোসেন কাজল বলেন, ‘কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ীদের বিএনপিতে স্থান নেই। আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শ নিয়ে তারেক রহমানের নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, যারা আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগের দালালী করেছে, আমাদের উপর হামলা-মামলায় ইন্ধন দিয়েছে তাদের স্থান বিএনপি হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই সকল দালাল নেতা-কর্মীদের দলে স্থান দিবে না। সকলকে ধৈর্য্য ধারণ করে আগামী দিনগুলোতে দলের শৃঙ্খলা রক্ষা করে কার্যক্রম পরিচালনার প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত