মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন
সম্রাট আকবর :
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন, তিনি নির্বাচিত হওয়ার আগেই আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন এই ৩১ দফার ভিত্তিতে আগামীতে বাংলাদেশ পরিচালিত হবে।
এই ৩১ দফার মধ্যে শুধু নারীদের জন্য একটি দফা রয়েছে। নারীদেরকে দিয়েই একটি পরিবার গঠিত হয়। নারীরাই একটি পরিবারের কর্তা। আমরা নারীদের কাছে একটি ফ্যামিলি কার্ড দিবো, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে কিছু আর্থিক সহযোগীতা পাবে।
শনিবার (১৮ অক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজিত তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফার প্রচার-প্রচারণায় উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং এর আশ্রয় প্রশ্রয় দাতা আপনাদের বাসা বাড়ির গ্যাসের লাইন কেটে নিয়ে যারা আপনাদেরকে কষ্ট দেয় তাদের আশ্রয় প্রশ্রয়দাতাকে বিএনপি কখনো মনোনয়ন দিবে না।
বিএনপি মাটি ও মানুষের মধ্য থেকে উঠে আসা নেতাকর্মীদের কে মনোনয়ন দিবে। শেখ হাসিনা গত ১৫ বছর পবিত্র সংসদকে অপবিত্র করেছে।
স্বৈরাচার শেখ হাসিনাকে ডাইনি আখ্যা দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের আমলে বিশ টাকার আলু দুইশত টাকা দিয়ে কিনেছি, চল্লিশ টাকার পেয়াজ চারশত টাকা দিয়ে কিনতে হয়েছে। এভাবে জনগনকে কষ্ট দিয়ে তাদের টাকা লুটপাট করেছে স্বৈরাচার শেখহাসিনা, তার বোন ও তার পুত্র জয় বিদেশে পাচার করেছে।
নাসিক ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইঞ্জিঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে ও ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপদি দুলাল মিয়া সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ, অকিল উদ্দিন ভূইয়া, সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ আলম মানিক, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোল্লা মোহাম্মদ শাখওয়াত হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান প্রিন্স, যুগ্ম-সম্পাদক মাসুদ মাস্টার, নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী মারুফ, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, নাসিক ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, ১০নং ওয়ার্ড বিএনপির সাধালন সম্পাদক লিয়াকত হোসেন লেকু, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম মাষ্টার, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য জুয়েল, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাজু, যুবদল নেতা শাহ-আলম, মিন্টু, মোক্তার হোসেন, ছাত্রদল নেতা শাওন, স্বপন, অভি ও পাপ্পু প্রমূখ।