রবিবার, ১১ মে ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
নাসিক সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি গ্রেফতার নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন রেজি:নং-২৩০২ এর শিমরাইল উপ কমিটির অফিস উদ্বোধন পাকিস্তান-ভারত যুদ্ধ কারও জন্য কল্যাণকর নয় : ন্যাপ রূপগঞ্জে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস হবে পুরোপুরি দালাল মুক্ত : নারায়ণগঞ্জ ডিসি সিদ্ধিরগঞ্জ পুলে যানজট নিরসনে অক্লান্ত পরিশ্রম করছেন যুবদল নেতা সোহাগ মিয়া প্রান্তিক কৃষকের ধান কেটে দিচ্ছেন রূপগঞ্জ উপজেলা যুবদল আরাকানকে ‘মানবিক করিডোর’ দেওয়া চরম ঝুঁকিপূর্ণ : ন্যাপ বিএনপি নেতা রুবেল মাতবরের মা এবং যুবদল নেতা নূরে আলম প্রধানের পিতার মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা সোমবার ৫মে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া

পূর্বাচলে খেতে এসে বুয়েট শিক্ষার্থী নিহত

 

আবু কাওছার

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুহতাসিম মাসুদ নামে এক বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনা ঘটেছে। সে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসই বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম।

এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিনগত রাতে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৩০০ ফিট এলাকার একটি যাত্রী ছাউনির সামনে দূর্ঘটনাটি ঘটে। নিহত মাসুদ রাজধানীর কলাবাগান থানাধীন গ্রীন রোড এলাকার মো. মাসুদ মিয়ার ছেলে।

এ ঘটনায় নিহতের বাবা মো. মাসুদ মিয়া রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২), মোঃ মেহেদী হাসান খান (২২) ও অমিত সাহা (২২) মোটরসাইকেল যোগে রূপগঞ্জের পূর্বাচলে নীলা মার্কেটে খাওয়া-দাওয়া করার জন্য আসেন। খাওয়া দাওয়া শেষে মুহতাসিম মাসুদ রওনা করার জন্য মোটরসাইকেলের কাছে আসে। এরপর একটি প্রাইভেট কার বেপরোয়া গতিতে তাদের উপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই মুহতাসিম মাসুদ মারা যায় ও অপর দুই শিক্ষার্থী মেহেদী হাসান খান ও অমিত সাহা গুরুতর আহত হন।

এ সময় ঘটনাস্থলে থাকা লোকজন ঘাতক গাড়ী চালক মোঃ মুবিন আল মামুনকে (২০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। সে রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর ডিওএইচএস এলাকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে।

নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম বলেন,পূর্বাচল নীলা মার্কেট সংলগ্ন বালুর ব্রীজে আগে যাত্রী ছাউনির সামনে সড়ক দুর্ঘটনায় বুয়েট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যু হয়েছে ও দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় গাড়ি চালক সহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত