মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন

রূপগঞ্জে পায়ের রগ কেটে যুবক হত্যার অভিযোগ 

 

আবু কাওছার

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় মেহেদী হাসান(২৪) নামের এক যুবককে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২রা সেপ্টেম্বর মঙ্গলবার এশিয়ান হাইওয়ে সড়কের গোলাকান্দাইল কলিম উদ্দিন শাহ মাজারের পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। সে নরসিংদী জেলার রায়পুরা থানার কান্দাপাড়া গ্রামের খোকন মিয়ার ছেলে। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।

নিহত মেহেদী হাসান দীর্ঘদিন ধরে গোলাকান্দাইল এলাকার দুলাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে স্ত্রী ও দুই বছরের সন্তান নিয়ে বসবাস করে আসছিলো। সে পেশায় নষ্ট মোবাইল ফোন প্রস্তুতকারক। এছাড়া তাদের মালিকানাধীন রূপগঞ্জের ভুলতা গাউছিয়া মার্কেটের দ্বিতীয় তলায় নন্দিনী টেইলার্স নামে একটি দোকান রয়েছে।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত