বুধবার, ০৭ মে ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
পাকিস্তান-ভারত যুদ্ধ কারও জন্য কল্যাণকর নয় : ন্যাপ রূপগঞ্জে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস হবে পুরোপুরি দালাল মুক্ত : নারায়ণগঞ্জ ডিসি সিদ্ধিরগঞ্জ পুলে যানজট নিরসনে অক্লান্ত পরিশ্রম করছেন যুবদল নেতা সোহাগ মিয়া প্রান্তিক কৃষকের ধান কেটে দিচ্ছেন রূপগঞ্জ উপজেলা যুবদল আরাকানকে ‘মানবিক করিডোর’ দেওয়া চরম ঝুঁকিপূর্ণ : ন্যাপ বিএনপি নেতা রুবেল মাতবরের মা এবং যুবদল নেতা নূরে আলম প্রধানের পিতার মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা সোমবার ৫মে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া তিন দফা দাবিতে ভোলাবাসীর মানববন্ধন ও সমাবেশ আওয়ামীলীগ নেতা আতাহার আলীর নাতি সাগরের বিরুদ্ধে  হামলা ও লুটপাটের অভিযোগ 

পাকিস্তান-ভারত যুদ্ধ কারও জন্য কল্যাণকর নয় : ন্যাপ

 

‘পাকিস্তান-ভারতের পাল্টাপাল্টি হামলা ও যুদ্ধপাবস্থা কারও জন্য কল্যাণকর নয় বলে মন্তব্য করে গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে উভয় দেশকে শান্ত, সংযত থাকার’ আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

বুধবার (৭ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এই আহ্বান জানান।

তারা বলেন, ‘আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতার স্বার্থেই পাকিস্তান-ভারতকে আরো বেশী সংযত হতে হবে। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যে উত্তেজনা ও যুদ্ধাবস্থা সৃষ্টি হয়েছে তা এশিয়া অঞ্চলে উদ্বেগের সৃষ্টি করছে। ইতোমধ্যে হামলা পাল্টা হামলার মতো ঘটনা ঘটেছে। তা আঞ্চলিক শান্তি ও অস্থিতিশীলতারসহ কারও জন্যই কল্যাণ বয়ে আনতে পারে না, আনবে না। ’

তারা বলেন, ‘পাকিস্তান-ভারতের মধ্যকার দ্বন্দের সমাধান অবশ্যই করতে হবে। কারণ দুই প্রতিবেশী দেশের মধ্যে এমন অচলাবস্থা বেশীদিন চলতে পারে না। এই অবস্থা চলতে থাকলে আমরা সকলেই ক্ষতিগ্রস্থ হবো। এ অঞ্চলে বড় ধরনের যুদ্ধ যেন না হয়, সেটাই শান্তিকামী মানুষের কাম্য। সকলের মনে রাখতে হবে, যুদ্ধ কখনো কারো জন্য কল্যাণ বয়ে আনতে পারে না, আনে না। আমাদের উচিত শান্তি ও সহনশীলতা প্রতিষ্ঠার জন্য চেষ্টা চারিয়ে যাওয়া। বিশ্ব মোড়লদের এ বিষয়ে এগিয়ে আসা উচিত।’

নেতৃদ্বয় ‘উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে কাশ্মীরবাসীর সমস্যার স্থায়ী সমাধান আন্তরিকভাবে কামনা করেন।’

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত