বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
দল নয়, যোগ্য লোককে নির্বাচিত করতে হবে : ন্যাপ মহাসচিব সিদ্ধিরগঞ্জে আলহাজ্ব প্রিয়ম কাঁচপুরীর জন্মদিন উপলক্ষে দোয়া সিদ্ধিরগঞ্জে সেই অস্ত্রধারী সোহাগ গ্রেফতার পরিবর্তনের জন্য যোগ্য ব্যাক্তিকে নির্বাচিত করতে হবে : ন্যাপ মহাসচিব সিদ্ধিরগঞ্জ হাউজিংয়ে অবৈধ গ্যাস থেকে লক্ষ লক্ষ টাকা লুটপাটের অভিযোগ বাণিজ্য মেলা এলাকা থেকে তিন শিশু উদ্ধার, সমাজসেবা অধিদপ্তরের হেফাজতে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জবাসীর সেবা করতে চান জনতার দলের এমপি প্রার্থী আব্দুল করিম মুন্সী স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যা উদ্বেগজনক : বাংলাদেশ ন্যাপ ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির কে গুলি করে হত্যা গণতন্ত্রের অগ্নি মশাল ছিলেন খালেদা জিয়া : মিতা রহমান

দল নয়, যোগ্য লোককে নির্বাচিত করতে হবে : ন্যাপ মহাসচিব

শুধুমাত্র দল আর প্রতীক নয়, প্রতিহিংসা মুক্ত, চাঁদাবাজ ও মাদকমুক্ত ডোমার ডিমলার গঠনের লক্ষে যোগ্য ব্যাক্তি জেবেল রহমান গানিকে গাভী মার্কায় নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারী)  ডোমার উপজেলায় বামুনিয়া ইউনিয়ন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি – বাংলাদেশ ন্যাপ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সুখি-সমৃদ্ধিতে বসবাসের জন্য যোগ্য নেতা নির্বাচন করা জরুরি। যোগ্য নেতা নির্বাচনের ক্ষেত্রে সচেতন হতে হবে।

তিনি বলেন, মার্কা দেখে ভোট নয়, যোগ্য ব্যক্তিকে ভোট দিতে হবে।  তাহলেই স্বপ্নের বাংলাদেশ তথা ডোমার ডিমলা গঠন করতে হবে।

সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মো. জুলফিকার আলীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ডোমার উপজেলা সমন্বয়কারী জগবন্ধু রায়, যুগ্ম সমন্বয়কারী মো. ফিরোজ পারভেজ উজ্জ্বল, আনোয়ার কামাল সাবু, ইউনিয়ন নেতা জহিরুল ইসলাম, রাশেদুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত