শুধুমাত্র দল আর প্রতীক নয়, প্রতিহিংসা মুক্ত, চাঁদাবাজ ও মাদকমুক্ত ডোমার ডিমলার গঠনের লক্ষে যোগ্য ব্যাক্তি জেবেল রহমান গানিকে গাভী মার্কায় নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) ডোমার উপজেলায় বামুনিয়া ইউনিয়ন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি - বাংলাদেশ ন্যাপ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সুখি-সমৃদ্ধিতে বসবাসের জন্য যোগ্য নেতা নির্বাচন করা জরুরি। যোগ্য নেতা নির্বাচনের ক্ষেত্রে সচেতন হতে হবে।
তিনি বলেন, মার্কা দেখে ভোট নয়, যোগ্য ব্যক্তিকে ভোট দিতে হবে। তাহলেই স্বপ্নের বাংলাদেশ তথা ডোমার ডিমলা গঠন করতে হবে।
সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মো. জুলফিকার আলীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ডোমার উপজেলা সমন্বয়কারী জগবন্ধু রায়, যুগ্ম সমন্বয়কারী মো. ফিরোজ পারভেজ উজ্জ্বল, আনোয়ার কামাল সাবু, ইউনিয়ন নেতা জহিরুল ইসলাম, রাশেদুল ইসলাম প্রমুখ।