সোমবার, ০৭ Jul ২০২৫, ১০:০১ অপরাহ্ন
সম্রাট আকবরঃ
বিএনপি থেকে বহিষ্কৃত আতাউর রহমান মুকুল ও নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশার নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে হত্যার উদ্দেশ্যে তার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ।
একই সাথে তাদেরকে গ্ৰেপ্তারের দাবি জানিয়েছেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ।
সোমবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, বন্দরের কিছু দালাল যারা অতীতে বিএনপির নাম বিক্রি করেছে এমনকি ওসমান পরিবারের দালালি করায় দল থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে । সেই দালালরা আজকে রাজপথের ত্যাগী নেতা মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। তাকে হত্যার জন্য আতাউর রহমান মুকুল ও তার ভাতিজা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবুল কাউসার আশার নেতৃত্বে তাদের সন্ত্রাসী বাহিনী সৌরভ, মোস্তাক ও রাজিবসহ একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে। অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
তাঁরা আরও বলেন, আতাউর রহমান মুকুল ও তার ভাতিজা আবুল কাউসার আশা বিগত আন্দোলন সংগ্রামে দলের কোনো কর্মসূচি পালন না করে সাবেক এমপি সেলিম ওসমানের দালালি করতো। এখন চাচা ভাতিজা (মুকুল ও আশা) বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজি ও টেন্ডারবাজি, দখলদারিত্ব করে মানুষকে মারধর করছে এতে করে দলের বদনাম হচ্ছে । মূলত তাদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। তাই মুকুল ও আশাকে অবিলম্বে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি।