বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ করলেন অধ্যাপক মামুন মাহমুদ সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়া ও জাকির খানের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত ছাত্রদল নেতা জুবায়েদ হত্যাকারীদের শাস্তির দাবিতে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল বিএনপিতে ভূমি দস্যুদের জায়গা হবে না : অধ্যাপক মামুন মাহমুদ রূপগঞ্জে ছাত্র বলাৎকারে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ এত অগ্নিকান্ড, দুঘর্টনা নাকি পরিকল্পিত অরাজকতা  :  ন্যাপ স্বৈরাচারের আমলে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া আপোষ করেনি : অধ্যাপক মামুন মাহমুদ বিএনপি মাটি ও মানুষের থেকে উঠে আসা নেতাকে মনোনয়ন দিবে : মামুন মাহমুদ রূপগঞ্জে মা ও ছেলেকে মারধরের অভিযোগ সাহেব আলীর সহযোগী নুরনবী অস্ত্রসহ গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি হত্যা মামলায় কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মাছুম মিয়া নামের এক যুবক নিহতের মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সভাপতি মিনহাদুল হাসান ওরফে রাফিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (১লা আগষ্ট)  দুপুরে তাঁকে কুমিল্লার আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শুক্রবার (১ আগস্ট) ভোরে ফেনীর মহিপাল থেকে জেলা ডিবি পুলিশের সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে। জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ বিষয়টি  নিশ্চিত করেছেন। ডিবি পুলিশ জানিয়েছে, মিনহাদুল হাসানকে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মাছুম মিয়া হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্র জানায়, ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল বের করেন মিনহাদুল হাসান ওরফে রাফি। সেসব ঝটিকা মিছিলের ভিডিও নিজের ফেসবুকেও প্রচার করতেন তিনি। এসব ঘটনায় ব্যাপক সমালোচনা হয়। শুক্রবার ভোরে গোপনে অবস্থান জানতে পেরে মিনহাদুল হাসানকে ফেনী থেকে গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশ। গ্রেপ্তার অভিযানে ফেনী পুলিশ সহায়তা করে।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা সভাপতি মিনহাদুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোডের নন্দনপুরে নিহত মাসুম মিয়া হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি। সেই মামলায় শুক্রবার দুপুরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কুমিল্লার আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

মিনহাদুল হাসানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতার আরও তিনটি মামলা রয়েছে। এর মধ্যে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় দুটি এবং বুড়িচং থানায় একটি মামলা রয়েছে। এসব মামলায়ও তাঁকে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত