রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি -বাংলাদেশ ন্যাপ।
শুক্রবার (১২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীর উপর গুলি করার ঘটনা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যাবস্থাকে অকার্যকর করার গভীর ষড়যন্ত্রের অংশ বলেই দেশবাসী আশংকা প্রকাশ করছে।
তারা বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পরই এমন একটি ঘটনা নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র চলছে বলেই প্রতিয়মান হচ্ছে।
নেতৃদ্বয় শরীফ ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক বিচারের জোর দাবী জানান।