সোমবার, ০৫ মে ২০২৫, ০৪:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস হবে পুরোপুরি দালাল মুক্ত : নারায়ণগঞ্জ ডিসি সিদ্ধিরগঞ্জ পুলে যানজট নিরসনে অক্লান্ত পরিশ্রম করছেন যুবদল নেতা সোহাগ মিয়া প্রান্তিক কৃষকের ধান কেটে দিচ্ছেন রূপগঞ্জ উপজেলা যুবদল আরাকানকে ‘মানবিক করিডোর’ দেওয়া চরম ঝুঁকিপূর্ণ : ন্যাপ বিএনপি নেতা রুবেল মাতবরের মা এবং যুবদল নেতা নূরে আলম প্রধানের পিতার মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা সোমবার ৫মে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া তিন দফা দাবিতে ভোলাবাসীর মানববন্ধন ও সমাবেশ আওয়ামীলীগ নেতা আতাহার আলীর নাতি সাগরের বিরুদ্ধে  হামলা ও লুটপাটের অভিযোগ  সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা হারুনের মেয়ের মাদক সেবনের ভিডিও ভাইরাল রূপগঞ্জে ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ তিন

আওয়ামী লীগ ও গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান

 

‘সংস্কার আগে- না নির্বাচন আগে’, এই ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। বিএনপি মনে করে, সংস্কার কোনো শেষ হওয়ার বিষয় নয়। একজন সংস্কার শুরু করলে আরেকজন প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নিয়ে যায়।

কারণ সংস্কার কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ও গণতন্ত্র একে অপরের শত্রু। আওয়ামী লীগ ও স্বাধীনতা দুটি কখনো একসঙ্গে যায় না। গণতন্ত্র ও আওয়ামী লীগ একসঙ্গে চলতে পারে না।

এ জন্য আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই গণতন্ত্রকে ধ্বংস করেছে। সরকারে কিংবা সরকারের বাইরে আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির গুণগত উত্তরণ ছাড়া পুথিগত সংস্কার অনেকটা অকার্যকর। ’ গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির ভার্চুয়াল বক্তৃতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেন। ডিইউজের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে দিদারুল আলম ও সাঈদ খানের পরিচালনায় উদ্বোধনী সভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম আবদুল্লাহ, বর্তমান মহাসচিব কাদের গণি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজের বর্তমান সাধারণ সম্পাদক খুরশীদ আলম, সাংবাদিক নেতা আবদুল হাই শিকদার, এলাহী নেওয়াজ খান, মোহাম্মদ বাকের হোসাইন, জাহাঙ্গীর আলম প্রধান, ডিইউজের সহসভাপতি রাশেদুল হক, সাংবাদিক নেতা মোদাব্বের হোসেন, শফিউল আলম দোলন প্রমুখ বক্তব্য দেন।সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা বজায় রাখা প্রয়োজন উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘আমরা দেখেছি, ফ্যাসিবাদের আমলে গণমাধ্যমের প্রতিটি শাখায় বস্তুনিষ্ঠতা প্রায় হারিয়ে গিয়েছিল। যেকোনো ইস্যুতে দ্বিমত, ভিন্নমত থাকবে। এটি গণতান্ত্রিক সংস্কৃতির সৌন্দর্য। ভিন্নমত অথবা দ্বিমতকে শত্রুতা কিংবা নির্লজ্জ দলাদলিতে পরিণত করলে কী পরিণতি হতে পারে, গত দেড় দশকে দেশের জনগণ তা হাড়ে হাড়ে টের পেয়েছে। পলাতক স্বৈরাচারের সঙ্গে তার অবৈধ মন্ত্রী, এমপি, বুদ্ধিজীবী বা বিচারপতি, বায়তুল মোকাররমের খতিব, প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক কিংবা কতিপয় সাংবাদিকের পলায়নের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে অবৈধ রাষ্ট্রশক্তি নয়, বরং শেষ পর্যন্ত জনগণের রায়ই কিন্তু চূড়ান্ত।’

বক্তব্যের শুরুতে তারেক রহমান বিএফইউজের প্রয়াত সভাপতি রুহুল আমিন গাজী এবং অভ্যুত্থানে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে ফ্যাসিবাদী শাসন আমলে চাকরিচ্যুত ও বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন সংবাদপত্র ও গণমাধ্যমের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি চাকরি প্রদানের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সরকারের উদ্দেশে তারেক রহমান বলেন, সংস্কার কার্যক্রমকে কার্যকর করতে চাইলে সবার আগে জনগণের নিত্যদিনের দুর্দশা লাঘবের ব্যবস্থা করা দরকার, জনগণের নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ নিশ্চিত করা না গেলে সংস্কার কার্যক্রমের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না। সভার শুরুতেই শোক প্রস্তাব, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্ট উপস্থাপন করা হয়। বিতাড়িত স্বৈরাচার ও তাদের দোসর চক্র নানা কৌশলে আবারও মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টা করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘পলাতক স্বৈরাচার ও তার দোসররা যাতে রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে, সেই ব্যবস্থা গ্রহণ করাও কিন্তু আমাদের কর্তব্য। ’

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত