বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ করলেন অধ্যাপক মামুন মাহমুদ সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়া ও জাকির খানের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত ছাত্রদল নেতা জুবায়েদ হত্যাকারীদের শাস্তির দাবিতে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল বিএনপিতে ভূমি দস্যুদের জায়গা হবে না : অধ্যাপক মামুন মাহমুদ রূপগঞ্জে ছাত্র বলাৎকারে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ এত অগ্নিকান্ড, দুঘর্টনা নাকি পরিকল্পিত অরাজকতা  :  ন্যাপ স্বৈরাচারের আমলে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া আপোষ করেনি : অধ্যাপক মামুন মাহমুদ বিএনপি মাটি ও মানুষের থেকে উঠে আসা নেতাকে মনোনয়ন দিবে : মামুন মাহমুদ রূপগঞ্জে মা ও ছেলেকে মারধরের অভিযোগ সাহেব আলীর সহযোগী নুরনবী অস্ত্রসহ গ্রেফতার

ছাত্রদল নেতা জুবায়েদ হত্যাকারীদের শাস্তির দাবিতে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল

 সম্রাট আকবরঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের হত্যাকারীদের শাস্তির দাবিতে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। রবিবার দিবাগত রাত সাড়ে বারোটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ তোলারাম কলেজ ছাত্রদলের সহ সভাপতি সানি আলম ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী আবিরের নেতৃত্ব এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য রবিবার  (১৯ অক্টোবর)  পুরান ঢাকার আরমানিটোলার একটি ভবনের সিঁড়িতে পড়ে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ। রাতেই  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা জোবায়েদ হোসেনের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
তিনি যে বাসায় ‘টিউশনি’ করাতেন ওই ভবনের সিঁড়ি থেকে তার লাশ উদ্ধারের পর সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন তার সহপাঠীরা।
রবিবার রাতে  তার লাশ উদ্ধারের তথ্য দিয়েছেন বংশাল থানার ওসি রফিকুল ইসলাম।
তিনি বলেন, আরমানিটোলার পানির পাম্প গলিতে জোবায়েদ যে বাসায় টিউশনি করতেন সে বাসায় তার লাশ পাওয়া যায়।
নিহত জোবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
জগন্নাথের ১৫তম আবর্তনের এই শিক্ষার্থী ছাত্রদলের রাজনীতির পাশাপাশি কুমিল্লা জেলা ছাত্র সমিতির সভাপতি ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “মৃত্যুর খবর শুনেছি। এখনো কারণ জানা যায়নি। খুবই বেদনাদায়ক এটি। পুলিশকে সকল সিসিটিভি ক্যামেরা দেখতে বলেছি। আমি স্পটে যাচ্ছি।”

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত