শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে দখলমুক্ত সরকারী জমিতে ইকোপার্ক ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানির ৫৩তম জন্মবার্ষিকী সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি উপ সহকারী প্রকৌশলী সোহাগের বিরুদ্ধে ঘুষ বানিজ্য ও হয়রানির অভিযোগ ঢাকা- সিলেট মহাসড়কে রূপগঞ্জ অংশে ৮ কিলোমিটার তীব্র যানজট সোনারগাঁয়ে প্রাথমিক শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত চট্টগ্রামের নতুন ডিসি আব্দুল আউয়াল রূপগঞ্জে ভূলতা হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত অসুস্থ যুবদল নেতা সাজ্জাদের খোঁজ নিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল নিত্যপণ্যের উর্ধ্বগতিতে চাপা পড়ছে মানুষের জীবন : ন্যাপ কলেজ বাসে শিক্ষার্থীদের খোঁজ নিলেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি  সানি আলম

রূপগঞ্জে ভূলতা হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

আবু কাওছার

রূপগঞ্জে ভুলতা হাইওয়ে পুলিশের উদ্যোগে ২২ সেপ্টেম্বর রবিবার ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় স্থানীয় জনগণ এবং পুলিশ কর্মকর্তাদের মধ্যে নিরাপত্তা, আইনশৃঙ্খলা উন্নয়ন ও সম্প্রদায়ের সমস্যা সমাধানের লক্ষ্যে আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুলতা হাইওয়ে পুলিশের ইনচার্জ মোকাব্বির। আরও উপস্থিত ছিলেন গোলাকান্দাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন,মাসুদ কবির গাউছিয়া মার্কেট মালিক সমিতির ক্যাশিয়ার,মোঃ সাইদুল ইসলাম হাইওয়ে পুলিশের সাধারণ সম্পাদক ও শ্রমিক দলের সভাপতি, রূপগঞ্জ উপজেলা,হাজিবুর রহমান সাধারণ সম্পাদক, শ্রমিক দল রূপগঞ্জ উপজেলা, খোরশেদ আলম যুবদলের সদস্য আহবায়ক কমিটি, রূপগঞ্জ উপজেলা,মোঃ আলম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্রমিকদল রূপগঞ্জ উপজেলা,মোঃ,, এবং এলাকার বিভিন্ন বাসিন্দা।
সভায় বক্তারা অপরাধ প্রতিরোধ, সম্প্রীতি বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের নেয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। এ সময়, স্থানীয়রা তাদের মতামত, পরামর্শ ও অভিযোগ জানিয়ে পুলিশি কার্যক্রমের উন্নয়নে সহায়তা করেন।

সভাটির উদ্দেশ্য ছিল স্থানীয়দের মধ্যে যানজট নিরসনের লক্ষ্যে ফুটপাতে দোকান বসানো বন্ধ করা এবং সুতরাং যানজট সৃষ্টি না হয়, সে বিষয়ে স্থানীয় ব্যবসায়ীদের সচেতন করাও। সকল বক্তা ও অংশগ্রহণকারীরা এই উদ্বেগজনক বিষয়টির গুরুত্ব তুলে ধরে এতে সমাধানের উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।

সভাটি স্থানীয় জনগণের জন্য এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, যেখানে পুলিশ ও জনগণ একসাথে কাজ করে নিরাপত্তা ও সম্প্রদায়ের উন্নয়ন নিশ্চিত করতে পারবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত