বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১২:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ করলেন অধ্যাপক মামুন মাহমুদ সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়া ও জাকির খানের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত ছাত্রদল নেতা জুবায়েদ হত্যাকারীদের শাস্তির দাবিতে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল বিএনপিতে ভূমি দস্যুদের জায়গা হবে না : অধ্যাপক মামুন মাহমুদ রূপগঞ্জে ছাত্র বলাৎকারে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ এত অগ্নিকান্ড, দুঘর্টনা নাকি পরিকল্পিত অরাজকতা  :  ন্যাপ স্বৈরাচারের আমলে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া আপোষ করেনি : অধ্যাপক মামুন মাহমুদ বিএনপি মাটি ও মানুষের থেকে উঠে আসা নেতাকে মনোনয়ন দিবে : মামুন মাহমুদ রূপগঞ্জে মা ও ছেলেকে মারধরের অভিযোগ সাহেব আলীর সহযোগী নুরনবী অস্ত্রসহ গ্রেফতার

আমার বক্তব্যের ভূল ব্যাখ্যা করে সংবাদ প্রকাশ করা হয়েছে : রিয়াজুল ইসলাম

 
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির প্রস্তুতি সভার সংবাদ কভার করতে যাওয়া সাংবাদিকদের সভাস্থল থেকে বেরিয়ে যাওয়া প্রসঙ্গে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম।
জানাযায়, শনিবার (২৩আগষ্ট) সন্ধ্যায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জের গ্রীন গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
সভা শেষ হওয়ার পর সাংবাদিকদের মাধ্যমে রিয়াজুল ইসলাম জানতে পারেন, ওনার বক্তব্যের ভূল ব্যখা করে সংবাদ প্রকাশ করা হয়েছে। উক্ত সংবাদে বলা হয়েছে  রিয়াজুল ইসলাম রিয়াজ মাইক হাতে নিয়ে বলেন, আমাদের এই অনুষ্ঠানে কোন সাংবাদিককে দাওয়াত দেওয়া হয় নাই, তাই আপনারা এ অনুষ্ঠান থেকে চলে যান, আপনাদের প্রয়োজন নেই।
বিষয়টি জানার পর সাংবাদিকদের উদ্দেশ্যে রিয়াজুল ইসলাম বলেন, আমার বক্তব্যের ভূল ব্যাখ্য করা হয়েছে।
প্রকৃত পক্ষে আমি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছি, প্রিয় ভাই প্রত্যেক সংগঠনেরই অনেক সময় নিজস্ব সাংগঠনিক সভা ও অভ্যন্তরীণ অনেক আলোচনা হয়। আমরা কিন্তু সেই লক্ষ্যে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করে বলছি যে, আপনারা এসেছেন আমরা কৃতজ্ঞ। কিন্তু আমাদের ক্ষমা করবেন আমাদেরকে একটু অভ্যন্তরীণভাবে আলোচনা করার সুযোগ দিবেন। সভা শেষ হওয়ার পর আমরা আপনাদেরকে নিউজ পৌছে দিবো।
তিনি আরো বলেন, সাংবাদিক ভাইয়েরা মহান আল্লাহ তায়ালাকে স্বাক্ষী রেখে বলুক আমি এর বাইরে কিছু বলেছি কিনা? প্রয়োজনে সবাইকে ভিডিও রেকর্ড দেখার অনুরোধ জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত