সোমবার, ২১ Jul ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত জালাল আহমেদকে মেঘনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে পেতে চায় তৃণমূল জনপ্রিয় অভিনেতা ফিশ ভেন্কট আর নেই সিদ্ধিরগঞ্জে চুরির টাকা ভাগাভাগির দ্বন্দ্বে যুবক খুন, গ্রেপ্তার ৩ রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে  যুবদলের বিক্ষোভ সমাবেশ রূপগঞ্জে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার আবাসিক হোটেল অভিযানে ম্যাজিস্ট্রেট অবরুদ্ধ সাবেক এমপি গিয়াস উদ্দিনের নির্দেশে ৪নং ওয়ার্ড কৃষক দলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে যোগদান মেহেদী হাসান হাওলাদার মৎস্যজীবী দলের উজ্জ্বল নক্ষত্র 

রূপগঞ্জে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

আবু কাওছার

রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ১৯জুলাই শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তারাবো এলাকায় যৌথ বাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে তারাবো উত্তরপাড়া গ্রামের নবী হোসেনের ছেলে নাজমুল হোসেন(২৭), নেহাল হোসেন(২৫) ও মনির হোসেনের ছেলের সিফাত মিয়া(২০)।
পুলিশ জানায়, যৌথ বাহিনী অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও দেশী অস্ত্রসহ মাদক ব্যবসায়ী চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ১হাজার ৩২৭ পিস ইয়াবা, তিনটি ট্যাটো, তিনটি চাপাতি, একটি ধারালো ছুরি ও একটি রামদা জব্দ করা হয়। অভিযানের সময় মাদক ব্যবসার মূল হোতা নবী হোসেন পালিয়ে যায় ।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ব্যবসা চক্রের মূল হোতা নবী হোসেনকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত