শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন

রূপগঞ্জে সিসিএস এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সম্রাট আকবরঃ 

ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি করতে সিসিএস নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে রূপগঞ্জ সরকারি মুরাপাড়া কলেজে শুক্রবার (১৩জুন) সিসিএস সদস্যদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিএস নারায়ণগঞ্জ জেলার কো-অর্ডিনেটর মনিরুল ইসলাম মনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মো: সাইফুল ইসলাম, রুবেল হক, ওমর ফারুক শাহাজাদা, আবু তালহা সরকার, প্রভাষক এসএম শরীফ খন্দকার নিখর, সাংবাদিক সুমন মজুমদার, সাংবাদিক মো: সোহেল কিরন, সাংবাদিক পারভেজ খান, সাংবাদিক ইসরাত জাহান সম্পা ও তিশা চৌধুরী।

মো: সজিব মিয়ার সভাপতিত্বে উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন মো: মাসুম মিয়া, মো: আবু বকর ছিদ্দিক, আবির হোসেন সৈকত, শুভ চাকমা, মো: বিল্লাল হোসেন, অলক মল্লিক, অর্প সাহা, আকিব হাসান, জুনায়েদ আহমেদ, কাজী আমির হামজা, শাহাদাৎ, জিজান মোল্লা সহ আরো অনেকে।

প্রধান অতিথি মনিরুল ইসলাম মনি বলেন ভোক্তাদের অধিকার রক্ষা এবং সচেতনতা বাড়াতে হবে, সিসিএস সে লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভোক্তা ক্ষতিগ্রস্ত হলে ১৬১২১ ভোক্তা অধিকার হটলাইনে অভিযোগ জানাতে হবে এবং ৩০ দিনের মধ্যে তথ্য প্রমান সহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করতে হবে।

আমাদর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে জানতে হবে এবং ভোক্তাদের জানাতে হবে। তিনি জাতিসংঘ স্বীকৃত ৮টি ভোক্তা অধিকার সম্পর্কে আলোচনা করেন।

সবশেষে সিসিএস কেন্দ্রীয় শ্লোগান দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত