সোমবার, ০৫ মে ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ ২০২৫ সনে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের নিরাপদ ও দ্রুত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য মোঃ শহিদুল ইসলাম শহিদুল্লাহর নেতৃত্বে পরীক্ষার শুরুর থেকে রবিবার (৪মে) পর্যন্ত সিদ্ধিরগঞ্জ পুল ও আদমজী বাস স্ট্যান্ডে যানজট নিরসনে যুবদল কর্মীরা সাহসী ভূমিকা পালন করছেন। প্রতিটি পরীক্ষার দিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ পুলে সশরীরে ট্রাফিকের ভূমিকা পালন করছেন শহিদুল ইসলাম । এসএসসি পরীক্ষার্থীরা যানজটমুক্ত পরিবেশে নিরাপদে, সঠিক সময়ে পরীক্ষার কেন্দ্রে পৌঁছতে পেরে আনন্দিত। ছাত্রছাত্রীরা, অভিভাবক ও শিক্ষকরা শহীদুল্লাহর মহৎ কাজের জন্য ভুয়শী প্রশংসা করেছেন। তারা বলেন, উদার মন-মানসিকতা সম্পূর্ণ নেতারাই পারেন সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যেতে। সিদ্ধিরগঞ্জের যানজট নিরশনে শহীদুল্লাহ আগামী দিনে অগ্রণী ভূমিকা পালন করবে এই আশাবাদ ব্যক্ত করছি।
পরীক্ষার ১ম দিন নাসিক ১নং ওয়ার্ড যুবদল সভাপতি পদপ্রার্থী সোহাগ মিয়া যানজট নিরসনে শহিদুলের নেতৃত্বে অংশগ্রহণ করে। কিছুদিনে আগে হঠাৎ স্ট্রোক করলে সোহাগ মিয়া কিছুদিন বিশ্রামে থাকে । রবিবার সোহাগ মিয়া অসুস্থ শরীরে পরীক্ষার্থীদের জন্য নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সিদ্ধিরগঞ্জ পুলে যানজট নিরসনে ভূমিকা রাখেন। এ সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওসমান গনি, যুবদল নেতা তাইজুল ইসলাম ভুট্টু, যুবদল নেতা হাসান, যুবদল নেতা ফিরোজ সরদার, যুবদল নেতা খাইরুল, যুবদল নেতা তুষার, যুবদল নেতা রুবেল।