সোমবার, ০৫ মে ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস হবে পুরোপুরি দালাল মুক্ত : নারায়ণগঞ্জ ডিসি সিদ্ধিরগঞ্জ পুলে যানজট নিরসনে অক্লান্ত পরিশ্রম করছেন যুবদল নেতা সোহাগ মিয়া প্রান্তিক কৃষকের ধান কেটে দিচ্ছেন রূপগঞ্জ উপজেলা যুবদল আরাকানকে ‘মানবিক করিডোর’ দেওয়া চরম ঝুঁকিপূর্ণ : ন্যাপ বিএনপি নেতা রুবেল মাতবরের মা এবং যুবদল নেতা নূরে আলম প্রধানের পিতার মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা সোমবার ৫মে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া তিন দফা দাবিতে ভোলাবাসীর মানববন্ধন ও সমাবেশ আওয়ামীলীগ নেতা আতাহার আলীর নাতি সাগরের বিরুদ্ধে  হামলা ও লুটপাটের অভিযোগ  সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা হারুনের মেয়ের মাদক সেবনের ভিডিও ভাইরাল

রূপগঞ্জে হত্যাসহ বহু মামলার আসামী সেলিম রেজা গ্রেফতার

 

আবু কাওছার

অপারেশন ডেবিলহান্ট অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে  হত্যাসহ বহু মামলার পলাতক আসামী আওয়ামীলীগ নেতা সেলিম রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ২২ মার্চ শনিবার ভোর রাতে উপজেলার চনপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সেলিম রেজা রূপগঞ্জের চনপাড়া এলাকার আব্দুল হালিম সাউদের ছেলে।

স্থাণীয়রা জানায়,  আওয়ামীলীগ সরকারের আমলে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছত্রছায়ায় নিজেকে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা পরিচয় দিয়ে মাদক ব্যবসা, জোরপূর্বক জমিদখল, বালু ভরাটসহ এলাকায়  বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড অপকর্ম করে আসছিল সেলিম রেজা। তার ভয় ও অত্যাচারে অনেকে হয়েছিল এলাকা ছাড়া। তার বিরুদ্ধে কেউ কোনদিন মুখ খুলতে পারেননি। প্রতিবাদ করলেই শিকার হতো নির্যাতনের। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ২০১৮ সালে একটি হত্যা, ২০১৯ সালে ধর্ষণ, চাঁদাবাজি ও দূর্নীতি দমন কমিশনে একটি, ২০২১ সালে মাদক ও ২০২৪ সালে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। ৫ আগষ্টের পর থেকে এলাকা ছাড়া ছিল সেলিম রেজা।

এদিকে শনিবার  ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে সেলিম রেজাকে গ্রেফতার করে।  তার গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, অপারেশন ডেবিলহান্ট অভিযানে  সেলিম রেজাকে গ্রেফতার করা হয়েছে । তার বিরুদ্ধে হত্যাসহ বহু মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সেলিম রেজাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত