রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন
সিদ্ধিরগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন আব্দুল বারিক পিপিএম। সদ্য বদলীকৃত ওসি মোহাম্মদ শাহীনুর আলমের স্থলাভিষিক্ত হয়ে রবিবার (৭ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে তিনি গাজীপুর জেলার শ্রীপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে দায়িত্ব পালনকালে অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান ও জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
দায়িত্ব নেওয়ার পর তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা, মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাংসহ অপরাধ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেন। তিনি সবাইকে পেশাগত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের নির্দেশনা দেন।
আব্দুল বারিক বলেন, “সিদ্ধিরগঞ্জ একটি শিল্পনগরী। এখানে আইন-শৃঙ্খলা রক্ষা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জনগণ ও এখানকার গণমাধ্যম কর্মীদের সহযোগিতা নিয়ে অপরাধ দমন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।
তিনি আরো বলেন, সিদ্ধিরগঞ্জ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নির্মূল, মাদক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।সোমবার (৮ ডিসেম্বর) যোগদানের পর নবাগত ওসিরা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
পুলিশ সুপার বলেন, “নির্বাচনের সময় পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিতে হবে। জেলার সব পুলিশ সদস্যকে নির্বাচনসংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।”
তিনি আরও নির্দেশ দেন— থানায় জিডি বা মামলা করতে আসা ভুক্তভোগীদের হয়রানি না করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে।সৌজন্য সাক্ষাতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী উপস্থিত ছিলেন।