শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ খুন হয় ১২লক্ষ টাকায় সংবাদপত্রের সুপারভাইজার লোকমান হোসেন আর নেই রূপগঞ্জে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ করলেন অধ্যাপক মামুন মাহমুদ সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়া ও জাকির খানের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত ছাত্রদল নেতা জুবায়েদ হত্যাকারীদের শাস্তির দাবিতে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল বিএনপিতে ভূমি দস্যুদের জায়গা হবে না : অধ্যাপক মামুন মাহমুদ রূপগঞ্জে ছাত্র বলাৎকারে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ এত অগ্নিকান্ড, দুঘর্টনা নাকি পরিকল্পিত অরাজকতা  :  ন্যাপ স্বৈরাচারের আমলে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া আপোষ করেনি : অধ্যাপক মামুন মাহমুদ

সিদ্ধিরগঞ্জে ঘুষ বানিজ্যের অভিযোগে অবরুদ্ধ ডিজিটাল জরিপের ২কর্মকর্তা

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে ডিজিটাল ভূমি জরিপের নামে অবৈধ অর্থ আদায়ের অভিযোগে দুই কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখে পুলিশে দিয়েছে সিদ্ধিরগঞ্জের ছাত্র-জনতা।

বুধবার (২৩ জুলাই) সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের হিরাঝিল এলাকায় তাদের ৬ ঘণ্টা অবরোধ করে রাখা হয়।

আটক ব্যক্তিরা হলেন- সিদ্ধিরগঞ্জের সহকারী সেটেলমেন্ট অফিসার মো: মহসিন আলী সরদার ও সার্ভেয়ার নজরুল।

ভুক্তভোগী শাহজালাল বলেন, ‘আমার জমির কাগজ সম্পূর্ণ ঠিক আছে। আমি দীর্ঘদিন ধরে এ এলাকায় বসবাস করি। আমার সব ঠিক থাকার পরেও আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ৮০ হাজার টাকা চেয়েছে তারা। পরে বাধ্য হয়ে আমি ৩০ হাজার টাকা দেই। তারা এখন আরো টাকা দাবি করে।’

আরেক ভুক্তভোগী কামাল মিয়া বলেন, ‘আমার দুটি বাড়ির কাগজ ডিজিটাল সার্ভে করতে ৪০ হাজার করে ৮০ হাজার টাকা চায় তারা। পরবর্তী সময়ে আমাকে বলে দেয় ৪০ হাজার টাকা দিলে কাজ হবে। টাকা না দেয়াতে আমার কাজ হয়নি। তাই আমরা এলাকাবাসী তাদের অবরুদ্ধ করেছি আমাদের কাজ সঠিকভাবে করে দেয়ার জন্য। যাদের থেকে টাকা নিয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে।’

হিরাঝিল ৪ নম্বর গলির বাসিন্দা আয়েশা আক্তার বলেন, ‘ভূমি জরিপের কাজ করতে হলে ২০ হাজার টাকা লাগবে। টাকা না দিলে কোনো কাজ হবে না বলে জানানো হয়।’

অবরুদ্ধ থাকা অবস্থায় সিদ্ধিরগঞ্জের সহকারী সেটেলমেন্ট অফিসার মো: মহসিন আলী সরদার বলেন, ‘আমি কারো কাছ থেকে কোনো টাকা নেইনি। এখানে কারা টাকা নিয়েছে তাও আমার জানা নেই। আমি কাউকে চিনি না।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক মেহরাব হোসেন প্রভাত বলেন, ‘ডিজিটাল সার্ভের নামে অবৈধ অর্থ লুট করে নিচ্ছে এখানকার সার্ভেয়াররা। সেই অভিযোগের ভিত্তিতে এলাকাবাসীসহ আমরা ছাত্র-জনতা তাদের অবরুদ্ধ করে রেখেছি। এখানে অর্ধশতাধিক ভুক্তভোগী আছে।‘

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে অবরুদ্ধদের এবং ভুক্তভোগীদের থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার বিস্তারিত শুনে আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত