শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
দল নয়, যোগ্য লোককে নির্বাচিত করতে হবে : ন্যাপ মহাসচিব সিদ্ধিরগঞ্জে আলহাজ্ব প্রিয়ম কাঁচপুরীর জন্মদিন উপলক্ষে দোয়া সিদ্ধিরগঞ্জে সেই অস্ত্রধারী সোহাগ গ্রেফতার পরিবর্তনের জন্য যোগ্য ব্যাক্তিকে নির্বাচিত করতে হবে : ন্যাপ মহাসচিব সিদ্ধিরগঞ্জ হাউজিংয়ে অবৈধ গ্যাস থেকে লক্ষ লক্ষ টাকা লুটপাটের অভিযোগ বাণিজ্য মেলা এলাকা থেকে তিন শিশু উদ্ধার, সমাজসেবা অধিদপ্তরের হেফাজতে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জবাসীর সেবা করতে চান জনতার দলের এমপি প্রার্থী আব্দুল করিম মুন্সী স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যা উদ্বেগজনক : বাংলাদেশ ন্যাপ ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির কে গুলি করে হত্যা গণতন্ত্রের অগ্নি মশাল ছিলেন খালেদা জিয়া : মিতা রহমান

সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা ও ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া

সিকু চাকমা :
সিদ্ধিরগঞ্জে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরীফ ওসমান হাদীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নাসিক ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাবুল প্রধানের সভাপতিত্বে এবং বিএনপি নেতা মাসুদুর রহমান মাসুদ ও জাহাঙ্গীর হোসেনের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর নিকট দোয়া চাই।”
তিনি আরও বলেন, “পাশাপাশি সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।”
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ইমাম হোসেন বাদল, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক শাহীন আহম্মেদ, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত