বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন
আবু কাওছার
রূপগঞ্জ উপজেলার আড়িয়াব প্রিমিয়ার স্টিল রি রোলিং মিলস প্রাইভেট লিমিটেডের শ্রমিকদের বকেয়া বেতন আদায়ের দাবিতে ৯ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। শ্রমিকদের অভিযোগ তাদের ৫ মাসের বেতন বকেয়া রয়েছে, যা তাদের আর্থিক সংকট তৈরি করেছে। তারা জানান, বেতন না পেয়ে ঘর ভাড়া পরিশোধ কিংবা স্থানীয় দোকানে ঋণ শোধ করতে পারছেন না। ফলে পরিবার চালানো তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।
শ্রমিকরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও তাদের বেতন সম্পর্কে কোন সাড়া পাওয়া যাচ্ছে না। অবরোধের পরিপ্রেক্ষিতে এলাকার বিএনপির তারাব পৌরসভার ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মকবুল ভূঁইয়া শ্রমিকদের পক্ষে মালিক কালাম এর সাথে আলোচনা করেন। মালিক তাদের আশ্বাস দেন যে আগামী ১১ তারিখের মধ্যে তিন মাসের বেতন দেওয়া হবে। এরপর শ্রমিকরা অবরোধ তুলে নেন।
শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের জন্য এ ধরনের পদক্ষেপের মাধ্যমে তারা তাদের অধিকার প্রতিষ্ঠার পথে আরও একধাপ অগ্রসর হয়েছেন।