মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
ছাত্রদল নেতা জুবায়েদ হত্যাকারীদের শাস্তির দাবিতে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল বিএনপিতে ভূমি দস্যুদের জায়গা হবে না : অধ্যাপক মামুন মাহমুদ রূপগঞ্জে ছাত্র বলাৎকারে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ এত অগ্নিকান্ড, দুঘর্টনা নাকি পরিকল্পিত অরাজকতা  :  ন্যাপ স্বৈরাচারের আমলে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া আপোষ করেনি : অধ্যাপক মামুন মাহমুদ বিএনপি মাটি ও মানুষের থেকে উঠে আসা নেতাকে মনোনয়ন দিবে : মামুন মাহমুদ রূপগঞ্জে মা ও ছেলেকে মারধরের অভিযোগ সাহেব আলীর সহযোগী নুরনবী অস্ত্রসহ গ্রেফতার সিদ্ধিরগঞ্জে একাধিক মামলার আসামি ডাকাত সাহেব আলী গ্রেফতার নারায়ণগঞ্জ আদালতে ই-বেল বন্ডের কার্যক্রম শুরু

রূপগঞ্জে সাংবাদিকের জমি দখলের পাঁয়তারার অভিযোগ

 

আবু কাওছার

দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক ও রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মিঠাবো গ্রামের বাসিন্দা শফিকুল আলম ভূইয়াদের মালিকানাধীন ৭বিঘা ৬শতাংশ জমি ভূমিদস্যুরা দখলে নেওয়ার পাঁয়তারা করছে। সন্ত্রাসীরা বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে কাঠ গাছ কেটে নেয়। প্রতিবাদ করায় ভূমিদস্যুরা তাদের ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করছে।

জানা যায় , রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মিঠাবো মৌজার এসএ-৩৯৪ ও আরএস-১০৩২ নম্বর দাগের ২৭১শতাংশ, এসএ-৬৫১ নম্বর ও আরএস ১০১২,১০১৩নম্বর দাগের ৮৭শতাংশ জমির মধ্যে সাংবাদিক শফিকুল আলম ভুঁইয়াদের মালিকানাধীন একটি পুকুর, কবরস্থান ও মসজিদ নির্মাণসহ ৭বিঘা ৬শতাংশ জমি নামজারি ও খাজনা পরিশোধ করে দীর্ঘদিন ধরে তারা ভোগদখলে রয়েছে। গত ১৯সেপ্টেম্বর মিঠাবো গ্রামের আওয়ামীলীগের দোসর চিহ্নিত সন্ত্রাসী ভূমিদস্যু শহীদুল আলম অঞ্জনের নেতৃত্বে বহিরাগত ১৫/২০সদস্যের একদল সন্ত্রাসী নিয়ে সাংবাদিক শফিকুল আলমের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। অস্ত্রের মুখে শফিকুল আলম ভুঁইয়াকে ও তার পরিবারের সদস্যদের জিম্মি করে ১৫টি কাঠ গাছ কেটে ট্রাকে করে লুটপাট করে নিয়ে যায়। একপর্যায়ে সাংবাদিক শফিকুল আলম ভুঁইয়াদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে  সাংবাদিক শফিকুল আলম ভুঁইয়া বাদী হয়ে মিঠাবো গ্রামের আজগর আলীর ছেলে শহীদুল আলম অঞ্জন(৫৬), মোতাহারুল ইসলামের ছেলে অংকন ভুঁইয়া(২৩), শহীদুল ইসলাম অঞ্জনের ছেলে সজিব ভুঁইয়া(৩৮), আফতাব উদ্দিন ভুঁইয়ার ছেলে শাহিন ভুঁইয়া(৫৫), আঃ হাই ভুঁইয়ার ছেলে সোহেল ভুঁইয়া(৪৪), এনামুল হক খোকন ভুঁইয়ার ছেলে রোমান ভুঁইয়া(৩৫) ও গিয়াস উদ্দিনসহ(৬৫) ৮জনকে আসামী করে ৯অক্টোবর বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে পিটিশন মামালা দায়ের করেন। মামলা নম্বর- ৬০৩/২০২৫। আদালত ফৌজদারির কার্যবিধির ১৪৫ধারা অনুযায়ী অভিযুক্তদের আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করেছেন।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, আদালতে দায়েরকৃত পিটিশন মামলার কপি পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত